কুড়িগ্রামে সীমান্ত পথে ৮ বাংলাদেশিসহ ৪৪ জন আটক

- আপডেট সময় ০২:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 6
কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৮ বাংলাদেশিসহ মোট ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৩৬ জনের রোহিঙ্গা হওয়ার সন্দেহে যাচাই-বাছাই চলছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) ভোররাতে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে এসব ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেন। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিজিবিকে খবর দেন। সীমান্তবর্তী বাজার ও এলাকা ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ৩০ জন। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে যাচাই-বাছাই করছে বিজিবি।
এদিকে ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত থেকে আটক করা হয়েছে আরও ১৪ জনকে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানিয়েছেন, আটককৃতরা সবাই রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জামালপুর বিজিবি সূত্র নিশ্চিত করেছে, রৌমারী সীমান্তে আটককৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক। বাকি ২২ জনের জাতীয়তা এবং পরিচয় নিশ্চিত করতে প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।
সাম্প্রতিক সময়ে সীমান্ত পথে রোহিঙ্গা পুশইনের ঘটনা বেড়ে যাওয়ায় প্রশাসনের নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।