ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি সেবায় হয়রানির অবসান ঘটাতে মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ: সিনিয়র সচিব কাশ্মীরে বন্দুকযুদ্ধে ১ ভারতীয় সেনা নিহত: নতুন করে বাড়ছে উত্তেজনা তারেক রহমানের প্রত্যাবর্তনে ‘বাধা সৃষ্টি করছে’ সরকারের একটি অংশ: রিজভী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবেশ উপেক্ষিত থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: রিজওয়ানা হাসান রামগড়ে সীমান্তে ৫ জনকে পুশইন করেছে বিএসএফ শক্তিশালী মেঘমালায় উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাপানে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগে ট্যাক্সিচালক গ্রেপ্তার, ৩০০০ ছবি-ভিডিও উদ্ধার সরকারি চাকরি আইন সংশোধনে বড় পদক্ষেপ, অধ্যাদেশের খসড়া অনুমোদন গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমালো বিটিআরসি

বৈষম্যবিরোধী আন্দোলন ছাড়লেন, কিশোরগঞ্জে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন ৩০ জন নেতাকর্মী। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদলের কর্মীসভায় আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগ দেন।

নতুন নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব, আব্দুর রহিম রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব এবং সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী।

যোগদানের বিষয়ে মো. মাশরাফী মর্তুজা বলেন, “আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল। তবে আমি মনে করি, ছাত্রদলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আমার বিশ্বাস আরও গভীর। তাই অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছি।”

তবে তিনি বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগের নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ বলেন, “মাশরাফী মর্তুজার নেতৃত্বে এই নতুন নেতৃত্বের যোগদান ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। আমরা একসঙ্গে কাজ করে কিশোরগঞ্জে ছাত্রদলকে আরও সুসংগঠিত করব।”

এই যোগদানে কিশোরগঞ্জে ছাত্রদলের রাজনৈতিক গতিপ্রবাহে নতুন গতি সঞ্চার হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

বৈষম্যবিরোধী আন্দোলন ছাড়লেন, কিশোরগঞ্জে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

আপডেট সময় ০৫:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন ৩০ জন নেতাকর্মী। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদলের কর্মীসভায় আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগ দেন।

নতুন নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব, আব্দুর রহিম রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব এবং সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী।

যোগদানের বিষয়ে মো. মাশরাফী মর্তুজা বলেন, “আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল। তবে আমি মনে করি, ছাত্রদলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আমার বিশ্বাস আরও গভীর। তাই অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছি।”

তবে তিনি বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগের নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ বলেন, “মাশরাফী মর্তুজার নেতৃত্বে এই নতুন নেতৃত্বের যোগদান ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। আমরা একসঙ্গে কাজ করে কিশোরগঞ্জে ছাত্রদলকে আরও সুসংগঠিত করব।”

এই যোগদানে কিশোরগঞ্জে ছাত্রদলের রাজনৈতিক গতিপ্রবাহে নতুন গতি সঞ্চার হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।