ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাগরিকার হ্যাটট্রিক: শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ বিএনপির দুই পক্ষে সংঘর্ষ: পাবনায় ১০ নেতাকর্মীর বহিষ্কার কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিটের অভিযান চারদিন সাগরে ভেসে থাকা ৯ জেলেকে উদ্ধার: এখনও নিখোঁজ ৩ বাংলাদেশে প্রথমবার মুক্তি পাচ্ছে নেপালি ছবি: ‘ন ডরাই’ এর বিনিময়ে ফয়জুল করীম: ‘দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বিশ্বাসীদের কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে ইউরোপীয় ইউনিয়ন হাসপাতাল নিতে বলায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: আতঙ্কজনক ঘটনা ডেঙ্গু আতঙ্ক: মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭

বৈষম্যবিরোধী আন্দোলন ছাড়লেন, কিশোরগঞ্জে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 34

ছবি সংগৃহীত

 

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন ৩০ জন নেতাকর্মী। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদলের কর্মীসভায় আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগ দেন।

নতুন নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব, আব্দুর রহিম রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব এবং সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী।

যোগদানের বিষয়ে মো. মাশরাফী মর্তুজা বলেন, “আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল। তবে আমি মনে করি, ছাত্রদলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আমার বিশ্বাস আরও গভীর। তাই অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছি।”

তবে তিনি বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগের নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ বলেন, “মাশরাফী মর্তুজার নেতৃত্বে এই নতুন নেতৃত্বের যোগদান ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। আমরা একসঙ্গে কাজ করে কিশোরগঞ্জে ছাত্রদলকে আরও সুসংগঠিত করব।”

এই যোগদানে কিশোরগঞ্জে ছাত্রদলের রাজনৈতিক গতিপ্রবাহে নতুন গতি সঞ্চার হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

বৈষম্যবিরোধী আন্দোলন ছাড়লেন, কিশোরগঞ্জে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

আপডেট সময় ০৫:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন ৩০ জন নেতাকর্মী। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদলের কর্মীসভায় আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগ দেন।

নতুন নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব, আব্দুর রহিম রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব এবং সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী।

যোগদানের বিষয়ে মো. মাশরাফী মর্তুজা বলেন, “আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল। তবে আমি মনে করি, ছাত্রদলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আমার বিশ্বাস আরও গভীর। তাই অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছি।”

তবে তিনি বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগের নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ বলেন, “মাশরাফী মর্তুজার নেতৃত্বে এই নতুন নেতৃত্বের যোগদান ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। আমরা একসঙ্গে কাজ করে কিশোরগঞ্জে ছাত্রদলকে আরও সুসংগঠিত করব।”

এই যোগদানে কিশোরগঞ্জে ছাত্রদলের রাজনৈতিক গতিপ্রবাহে নতুন গতি সঞ্চার হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।