বড় ধরনের অপরাধ বেড়েছে এমন অভিযোগের পেছনে কোনো শক্ত ভিত্তি নেই: প্রেস উইং

- আপডেট সময় ০৪:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 8
চলতি বছরে দেশে অপরাধের হার বেড়েছে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তবে এই দাবি সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আজ সোমবার এক বিবৃতিতে প্রেস উইং জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ের সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এমন অভিযোগের পেছনে কোনো শক্ত ভিত্তি নেই।
বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা মোটামুটি স্থিতিশীল রয়েছে। পরিসংখ্যানে বড় কোনো উল্লম্ফনের চিহ্ন মেলেনি।
প্রেস উইংয়ের মতে, বাস্তবে বেশির ভাগ গুরুতর অপরাধের হার হয় কমেছে, নয়তো আগের পর্যায়েই রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির ইঙ্গিত মিলেছে, যা স্বাভাবিক পরিসরের মধ্যেই পড়ে।
নাগরিকদের উদ্দেশে বিবৃতিতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অপরাধ পরিস্থিতি নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
প্রেস উইং আরও যোগ করে, “অপরাধের হার বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রিত ও স্থিতিশীল রয়েছে। সমাজে অযথা আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকতে হবে।”
সরকারি পক্ষের এই অবস্থান প্রকাশের মধ্য দিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগ কিছুটা প্রশমিত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।