ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০টি বাসের মুক্তি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্ষতিপূরণ নিয়ে সমঝোতা আরও অঞ্চল দখলে নিতে চান পুতিন, বিচলিত নন ট্রাম্পের নিষেধাজ্ঞায় ডার্কসাইটে ৫.৫ কোটি নাগরিকের তথ্য ফাঁস, আসছে নতুন আইন: ফয়েজ আহমদ দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব হলেন মোহাম্মদ খালেদ রহীম ডলার ও বন্ডের সুদ বেড়েছে, বিপাকে ইয়েন ও বৈশ্বিক মুদ্রাবাজার কিংবদন্তি শতবর্ষী ম্যারাথন দৌড়বিদ ফৌজা শিং ওরফে ‘টারবানড টর্পেডো’ সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারি ধাওয়া- গুলি বর্ষণ, জব্দ ১০ ভারতীয় মহিষ নীতিসুদ কমাল বাংলাদেশ ব্যাংক, ঋণপ্রবাহ বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক গভীর শ্রদ্ধায় ও রাষ্ট্রীয় শোকে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: প্রেস উইং

প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 13

ছবি সংগৃহীত

 

 

রাজধানীর প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ সুপ্রিম কোর্ট ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মানববন্ধন, মিছিল ও অবস্থান কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিষেধাজ্ঞা সোমবার (১৪ জুলাই) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ পথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবিদাওয়া আদায়ের নামে হঠাৎ করে সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন এবং জনদুর্ভোগ সৃষ্টি করায় জননিরাপত্তা ও শৃঙ্খলার কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পুলিশ প্রশাসন বলছে, কেউ যদি শান্তিপূর্ণভাবে দাবিদাওয়া তুলে ধরতে চান, তাহলে তা নির্ধারিত স্থানে ও আইন অনুযায়ী করতে হবে।

এর আগেও সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন এলাকায় একাধিকবার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল ডিএমপি। তবে এবার সরাসরি সুপ্রিম কোর্ট এলাকা ও বিচার বিভাগ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে অন্তর্ভুক্ত করে নিষেধাজ্ঞার আওতা আরও বিস্তৃত করা হয়েছে।

জনস্বার্থে এই নির্দেশনা অনুসরণ করার জন্য নগরবাসীসহ সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৭:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

রাজধানীর প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ সুপ্রিম কোর্ট ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মানববন্ধন, মিছিল ও অবস্থান কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিষেধাজ্ঞা সোমবার (১৪ জুলাই) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ পথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবিদাওয়া আদায়ের নামে হঠাৎ করে সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন এবং জনদুর্ভোগ সৃষ্টি করায় জননিরাপত্তা ও শৃঙ্খলার কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পুলিশ প্রশাসন বলছে, কেউ যদি শান্তিপূর্ণভাবে দাবিদাওয়া তুলে ধরতে চান, তাহলে তা নির্ধারিত স্থানে ও আইন অনুযায়ী করতে হবে।

এর আগেও সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন এলাকায় একাধিকবার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল ডিএমপি। তবে এবার সরাসরি সুপ্রিম কোর্ট এলাকা ও বিচার বিভাগ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে অন্তর্ভুক্ত করে নিষেধাজ্ঞার আওতা আরও বিস্তৃত করা হয়েছে।

জনস্বার্থে এই নির্দেশনা অনুসরণ করার জন্য নগরবাসীসহ সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আহ্বান জানানো হয়েছে।