০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 69

ছবি সংগৃহীত

 

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার (১ ফেব্রুয়ারি)। ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে ধর্মীয় বয়ান, যেখানে দ্বীনের প্রচার ও প্রসার এবং বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্যবদ্ধ করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হচ্ছে।

ইজতেমার আয়োজকরা জানিয়েছেন, এবারের বিশ্ব ইজতেমা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এই ধাপে ৪১টি জেলা ও ঢাকার নির্দিষ্ট কিছু এলাকার মুসল্লিরা অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

পরবর্তী ধাপ শুরু হবে ৩ ফেব্রুয়ারি এবং চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নেবেন ২২টি জেলার মুসল্লিরা এবং ঢাকার বাকি অংশের বাসিন্দারা। দ্বিতীয় ধাপের সমাপ্তি ঘটবে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে। এরপর ৮ দিনের বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় ধাপ, যা ১৬ ফেব্রুয়ারি শেষ হবে।

প্রথম ধাপে অংশ নেওয়া জেলার মধ্যে রয়েছে গাজীপুর, রাজশাহী, নাটোর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুরসহ আরও অনেক জেলা।

বিশ্ব ইজতেমা ইসলামের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ, যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা ইসলামের বাণী শোনেন এবং আত্মশুদ্ধির পথ অনুসরণ করেন। ইজতেমার প্রতিটি ধাপে ধর্মীয় আলোচনা, দোয়া ও আখেরি মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক সুবিধা ও নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি স্বাস্থ্যসেবা ও যানবাহন ব্যবস্থাপনাও নিশ্চিত করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ

আপডেট সময় ১০:৫৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

 

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার (১ ফেব্রুয়ারি)। ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে ধর্মীয় বয়ান, যেখানে দ্বীনের প্রচার ও প্রসার এবং বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্যবদ্ধ করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হচ্ছে।

ইজতেমার আয়োজকরা জানিয়েছেন, এবারের বিশ্ব ইজতেমা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এই ধাপে ৪১টি জেলা ও ঢাকার নির্দিষ্ট কিছু এলাকার মুসল্লিরা অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

পরবর্তী ধাপ শুরু হবে ৩ ফেব্রুয়ারি এবং চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নেবেন ২২টি জেলার মুসল্লিরা এবং ঢাকার বাকি অংশের বাসিন্দারা। দ্বিতীয় ধাপের সমাপ্তি ঘটবে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে। এরপর ৮ দিনের বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় ধাপ, যা ১৬ ফেব্রুয়ারি শেষ হবে।

প্রথম ধাপে অংশ নেওয়া জেলার মধ্যে রয়েছে গাজীপুর, রাজশাহী, নাটোর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুরসহ আরও অনেক জেলা।

বিশ্ব ইজতেমা ইসলামের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ, যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা ইসলামের বাণী শোনেন এবং আত্মশুদ্ধির পথ অনুসরণ করেন। ইজতেমার প্রতিটি ধাপে ধর্মীয় আলোচনা, দোয়া ও আখেরি মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক সুবিধা ও নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি স্বাস্থ্যসেবা ও যানবাহন ব্যবস্থাপনাও নিশ্চিত করা হয়েছে।