ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জানালেন ফিলিস্তিনি কর্মকর্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 39

গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জানালেন ফিলিস্তিনি কর্মকর্তা

 

গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে চূড়ান্ত আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, শর্তাবলী প্রায় চূড়ান্ত, এবং শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

এই পরিস্থিতির মাঝে, হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়ে দিয়েছেন, “চলতি সপ্তাহে” যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে আলোচনা অনেক দূর এগিয়েছে, এবং চুক্তি সইয়ের জন্য আরও কয়েক ঘণ্টা কিংবা একদিনের মধ্যে সম্ভাবনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক আলোচনা শেষে বলেন, “আমরা বিষয়টি নিয়ে গঠনমূলকভাবে কাজ করছি।” তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী হিসেবে কথা বলেছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি এখন প্রায় চূড়ান্ত। প্রেসিডেন্ট বাইডেন বলেন, “যুদ্ধবিরতি হলে মানবিক সহায়তা পৌঁছানো এবং জিম্মিদের মুক্তি সম্ভব হবে।” তিনি জানান, শিগগিরই মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন।

 

চুক্তির আওতায়, ইসরায়েল এক হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে, যার মধ্যে ১৯০ জনের সাজা ১৫ বছর বা তার বেশি সময়ের। বিনিময়ে, হামাস ৩৪ জিম্মিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা শুরু হবে।

 

নিউজটি শেয়ার করুন

গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জানালেন ফিলিস্তিনি কর্মকর্তা

আপডেট সময় ১০:৪৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

 

গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে চূড়ান্ত আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, শর্তাবলী প্রায় চূড়ান্ত, এবং শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

এই পরিস্থিতির মাঝে, হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়ে দিয়েছেন, “চলতি সপ্তাহে” যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে আলোচনা অনেক দূর এগিয়েছে, এবং চুক্তি সইয়ের জন্য আরও কয়েক ঘণ্টা কিংবা একদিনের মধ্যে সম্ভাবনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক আলোচনা শেষে বলেন, “আমরা বিষয়টি নিয়ে গঠনমূলকভাবে কাজ করছি।” তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী হিসেবে কথা বলেছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি এখন প্রায় চূড়ান্ত। প্রেসিডেন্ট বাইডেন বলেন, “যুদ্ধবিরতি হলে মানবিক সহায়তা পৌঁছানো এবং জিম্মিদের মুক্তি সম্ভব হবে।” তিনি জানান, শিগগিরই মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন।

 

চুক্তির আওতায়, ইসরায়েল এক হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে, যার মধ্যে ১৯০ জনের সাজা ১৫ বছর বা তার বেশি সময়ের। বিনিময়ে, হামাস ৩৪ জিম্মিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা শুরু হবে।