ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি তুরস্কে স্কি রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিকসহ ৯ জন গ্রেপ্তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় জয়   গাজায় ব্যর্থতার দায়ে পদত্যাগের প্রস্তুতিতে শিন বেত প্রধান রনেন বার যেসব পণ্যে ভ্যাট কমালো এনবিআর গাজায় ব্যর্থতার দায়ে এবার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত-এর প্রধান রনেন বার। পুতিনের ভূমিকা নিয়ে ট্রাম্পের উদ্বেগ, নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত: বৈদেশিক সহায়তায় ৯০ দিনের সাময়িক স্থগিতাদেশ ইতালি থেকে আসা সেই বিমানে তল্লাশির পর যা জানা গেল

আন্তর্জাতিক

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ফেরাতে সক্রিয় ট্রাম্প প্রশাসন

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতসহ বেশ কয়েকটি দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ নথি ছাড়া আমেরিকায় বসবাস করছেন।

‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত ও যুক্তরাষ্ট্র সরকার যৌথভাবে এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ভারতীয় অবৈধ অভিবাসীকে শনাক্ত করেছে। এসব অভিবাসীদের ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে ওয়াশিংটন। নয়া দিল্লিও এ প্রক্রিয়ায় সম্মতি জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, চিহ্নিত সংখ্যার বাইরে প্রকৃত অবৈধ অভিবাসীর সংখ্যা আরও বেশি হতে পারে।

‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত ‘পিউ রিসার্চ সেন্টার’-এর তথ্য বলছে, আমেরিকায় অবৈধ অভিবাসনের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয়রা। তালিকায় প্রথমে রয়েছে মেক্সিকো এবং দ্বিতীয় স্থানে এল সালভেদর। প্রতিবেদন অনুসারে, বর্তমানে প্রায় ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয় যুক্তরাষ্ট্রে বিনা নথিতে বসবাস করছেন।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর, ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন রোধে বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মধ্যে অন্যতম হলো আমেরিকা-মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি। ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে আমেরিকার সীমানায় অবৈধ অনুপ্রবেশ রুখতে দৃঢ় প্রতিশ্রুত।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ফেরাতে সক্রিয় ট্রাম্প প্রশাসন

আপডেট সময় ১২:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

 

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতসহ বেশ কয়েকটি দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ নথি ছাড়া আমেরিকায় বসবাস করছেন।

‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত ও যুক্তরাষ্ট্র সরকার যৌথভাবে এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ভারতীয় অবৈধ অভিবাসীকে শনাক্ত করেছে। এসব অভিবাসীদের ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে ওয়াশিংটন। নয়া দিল্লিও এ প্রক্রিয়ায় সম্মতি জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, চিহ্নিত সংখ্যার বাইরে প্রকৃত অবৈধ অভিবাসীর সংখ্যা আরও বেশি হতে পারে।

‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত ‘পিউ রিসার্চ সেন্টার’-এর তথ্য বলছে, আমেরিকায় অবৈধ অভিবাসনের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয়রা। তালিকায় প্রথমে রয়েছে মেক্সিকো এবং দ্বিতীয় স্থানে এল সালভেদর। প্রতিবেদন অনুসারে, বর্তমানে প্রায় ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয় যুক্তরাষ্ট্রে বিনা নথিতে বসবাস করছেন।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর, ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন রোধে বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মধ্যে অন্যতম হলো আমেরিকা-মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি। ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে আমেরিকার সীমানায় অবৈধ অনুপ্রবেশ রুখতে দৃঢ় প্রতিশ্রুত।