ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 13

ছবি সংগৃহীত

 

দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই নির্দেশনা দেন। একই সঙ্গে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ অন্যান্য বিষয় নিষ্পত্তির দায়িত্বও নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেন আদালত।

জামায়াতের পক্ষে আদালতে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও ব্যরিস্টার মীর আহমেদ বিন কাশেম।

রায় ঘোষণার পর আইনজীবীরা জানান, এক যুগের বেশি সময় পর দলটির নিবন্ধন ফিরে পাওয়ায় তারা সন্তুষ্ট। পাশাপাশি আবেগ জড়িয়ে থাকা ‘দাঁড়িপাল্লা’ প্রতীক পুনরুদ্ধারের আশা ব্যক্ত করেন তারা।

নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, রায় পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদনের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর ইসি প্রজ্ঞাপন জারি করে নিবন্ধন বাতিল করে এবং দলটির দীর্ঘদিনের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ও বাতিল করে।

এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালের ১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট সেই সরকার পতনের পর, ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে, আগের নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়।

এখন আদালতের রায় অনুযায়ী নির্বাচন কমিশনকে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। ফলে দীর্ঘদিনের নিষেধাজ্ঞার গণ্ডি পেরিয়ে নতুন করে রাজনৈতিক ময়দানে ফিরতে যাচ্ছে দলটি। দলীয় প্রতীকসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইসি শিগগিরই বৈঠকে বসবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইসি

আপডেট সময় ০১:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

 

দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই নির্দেশনা দেন। একই সঙ্গে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ অন্যান্য বিষয় নিষ্পত্তির দায়িত্বও নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেন আদালত।

জামায়াতের পক্ষে আদালতে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও ব্যরিস্টার মীর আহমেদ বিন কাশেম।

রায় ঘোষণার পর আইনজীবীরা জানান, এক যুগের বেশি সময় পর দলটির নিবন্ধন ফিরে পাওয়ায় তারা সন্তুষ্ট। পাশাপাশি আবেগ জড়িয়ে থাকা ‘দাঁড়িপাল্লা’ প্রতীক পুনরুদ্ধারের আশা ব্যক্ত করেন তারা।

নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, রায় পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদনের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর ইসি প্রজ্ঞাপন জারি করে নিবন্ধন বাতিল করে এবং দলটির দীর্ঘদিনের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ও বাতিল করে।

এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালের ১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট সেই সরকার পতনের পর, ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে, আগের নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়।

এখন আদালতের রায় অনুযায়ী নির্বাচন কমিশনকে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। ফলে দীর্ঘদিনের নিষেধাজ্ঞার গণ্ডি পেরিয়ে নতুন করে রাজনৈতিক ময়দানে ফিরতে যাচ্ছে দলটি। দলীয় প্রতীকসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইসি শিগগিরই বৈঠকে বসবে বলে জানা গেছে।