০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

রাজধানীর কোথায় কোথায় বসছে কোরবানির বিশাল পশুর হাট?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 115

ছবি সংগৃহীত

 

বছর ঘুরে আবারও মুসলিম উম্মাহর ত্যাগের মহোৎসব ঈদ-উল-আজহা সামনে। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানী ঢাকায় এবার বসবে ১৯টি কুরবানির পশুর হাট। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯টি হাটের অনুমতি দেওয়া হয়েছে।

দুই সিটি করপোরেশনের আওতায় নির্ধারিত স্থানে ঈদের আগের চার দিন এবং ঈদের দিন পর্যন্ত চলবে এসব অস্থায়ী পশুর হাট। এ লক্ষ্যে ইতোমধ্যে দরপত্র আহ্বান কার্যক্রম শুরু হয়েছে। তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে আলোচিত আফতাবনগর ও মেরাদিয়া পশুর হাট।

বিজ্ঞাপন

ডিএনসিসি এলাকায় গাবতলীর স্থায়ী হাটের পাশাপাশি বসিলা, মিরপুর, খিলক্ষেত, ও বাড্ডাসহ আরও ৯টি অস্থায়ী হাট বসবে। হাটের অন্যান্য নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডে মস্কুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা, কালশী বালুর মাঠ, এবং উত্তর সিটির অন্তর্ভুক্ত বিভিন্ন খালি জায়গা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, হাট ইজারা কার্যক্রমে সিটি করপোরেশন নিরপেক্ষ থাকবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেবে।

অন্যদিকে, ডিএসসিসির আওতায় ৯টি হাট বসানো হবে। এর মধ্যে রয়েছে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠ, পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পার্শ্বে নদীর পাড়, দনিয়া কলেজের পূর্ব পার্শ্ব, সনটেক মহিলা মাদরাসার দুই পার্শ্ব, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড, এবং ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির পাশে খালি জায়গা।

ডিএসসিসির প্রশাসক ড. মো. জিল্লুর রহমান জানিয়েছেন, হাট পরিচালনায় নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর হবে সিটি করপোরেশন। ইতোমধ্যে প্রথম পর্যায়ের দরপত্র কার্যক্রম সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ের দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মে। এরপর সর্বোচ্চ দরদাতাদের নির্বাচন করে হাট ইজারা দেওয়া হবে।

এবারের হাটগুলোতে স্বচ্ছতা, নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার আশ্বাস দিয়েছে দুই সিটি করপোরেশনই।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর কোথায় কোথায় বসছে কোরবানির বিশাল পশুর হাট?

আপডেট সময় ১১:০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

 

বছর ঘুরে আবারও মুসলিম উম্মাহর ত্যাগের মহোৎসব ঈদ-উল-আজহা সামনে। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানী ঢাকায় এবার বসবে ১৯টি কুরবানির পশুর হাট। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯টি হাটের অনুমতি দেওয়া হয়েছে।

দুই সিটি করপোরেশনের আওতায় নির্ধারিত স্থানে ঈদের আগের চার দিন এবং ঈদের দিন পর্যন্ত চলবে এসব অস্থায়ী পশুর হাট। এ লক্ষ্যে ইতোমধ্যে দরপত্র আহ্বান কার্যক্রম শুরু হয়েছে। তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে আলোচিত আফতাবনগর ও মেরাদিয়া পশুর হাট।

বিজ্ঞাপন

ডিএনসিসি এলাকায় গাবতলীর স্থায়ী হাটের পাশাপাশি বসিলা, মিরপুর, খিলক্ষেত, ও বাড্ডাসহ আরও ৯টি অস্থায়ী হাট বসবে। হাটের অন্যান্য নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডে মস্কুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা, কালশী বালুর মাঠ, এবং উত্তর সিটির অন্তর্ভুক্ত বিভিন্ন খালি জায়গা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, হাট ইজারা কার্যক্রমে সিটি করপোরেশন নিরপেক্ষ থাকবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেবে।

অন্যদিকে, ডিএসসিসির আওতায় ৯টি হাট বসানো হবে। এর মধ্যে রয়েছে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠ, পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পার্শ্বে নদীর পাড়, দনিয়া কলেজের পূর্ব পার্শ্ব, সনটেক মহিলা মাদরাসার দুই পার্শ্ব, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড, এবং ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির পাশে খালি জায়গা।

ডিএসসিসির প্রশাসক ড. মো. জিল্লুর রহমান জানিয়েছেন, হাট পরিচালনায় নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর হবে সিটি করপোরেশন। ইতোমধ্যে প্রথম পর্যায়ের দরপত্র কার্যক্রম সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ের দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মে। এরপর সর্বোচ্চ দরদাতাদের নির্বাচন করে হাট ইজারা দেওয়া হবে।

এবারের হাটগুলোতে স্বচ্ছতা, নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার আশ্বাস দিয়েছে দুই সিটি করপোরেশনই।