০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

দ্রুত রান তুলতে ব্যর্থ, ৮ কোটির ব্যাটারকে রিটায়ার্ড করল মুম্বাই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 73

ছবি সংগৃহীত

 

 

গতকাল শুক্রবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে লক্ষ্য তাড়ায় চমকপ্রদ সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তারা ম্যাচের শেষ মুহূর্তে উইকেটে থিতু হওয়া তিলককে তুলে নিয়ে মিচেল স্যান্টনারকে ব্যাট করতে পাঠায়। কিন্তু তিলককে রিটায়ার্ড আউট করলেও শেষ পর্যন্ত মুম্বাই ম্যাচটি হারায়।

বিজ্ঞাপন

মুম্বাইয়ের জয়ের জন্য যখন ৭ বলে ২৪ রান প্রয়োজন ছিল, তখন উইকেটে ছিলেন সেট ব্যাটার তিলক। তবে এদিন তিনি ভালোভাবে খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছিলেন না। তাই মুম্বাই তার বদলে স্যান্টনারকে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

ম্যাচ শেষে মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনে তিলককে ডেকে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, স্লগ ওভারে তিলক মারতে পারছিলেন না, তাই নতুন ব্যাটার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি কৌশলগত সিদ্ধান্ত ছিল।

উল্লেখ্য, জয়াবর্ধনে নিজেও ক্রিকেটার জীবনকালে রিটায়ার্ড আউট হয়েছেন, তবে আইপিএলে নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে। ২৪ বছর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্টে তাকে তুলে নেয় শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট।

২০০১ সালে কলম্বোয় শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে জয়াবর্ধনে ১৫০ রানে পৌঁছানোর পর রিটায়ার্ড আউট হন। একই ম্যাচে মার্ভান আতাপত্তুও ২০০ রানে পৌঁছানোর পর রিটায়ার্ড আউট হন।

নিউজটি শেয়ার করুন

দ্রুত রান তুলতে ব্যর্থ, ৮ কোটির ব্যাটারকে রিটায়ার্ড করল মুম্বাই

আপডেট সময় ১২:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

 

 

গতকাল শুক্রবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে লক্ষ্য তাড়ায় চমকপ্রদ সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তারা ম্যাচের শেষ মুহূর্তে উইকেটে থিতু হওয়া তিলককে তুলে নিয়ে মিচেল স্যান্টনারকে ব্যাট করতে পাঠায়। কিন্তু তিলককে রিটায়ার্ড আউট করলেও শেষ পর্যন্ত মুম্বাই ম্যাচটি হারায়।

বিজ্ঞাপন

মুম্বাইয়ের জয়ের জন্য যখন ৭ বলে ২৪ রান প্রয়োজন ছিল, তখন উইকেটে ছিলেন সেট ব্যাটার তিলক। তবে এদিন তিনি ভালোভাবে খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছিলেন না। তাই মুম্বাই তার বদলে স্যান্টনারকে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

ম্যাচ শেষে মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনে তিলককে ডেকে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, স্লগ ওভারে তিলক মারতে পারছিলেন না, তাই নতুন ব্যাটার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি কৌশলগত সিদ্ধান্ত ছিল।

উল্লেখ্য, জয়াবর্ধনে নিজেও ক্রিকেটার জীবনকালে রিটায়ার্ড আউট হয়েছেন, তবে আইপিএলে নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে। ২৪ বছর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্টে তাকে তুলে নেয় শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট।

২০০১ সালে কলম্বোয় শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে জয়াবর্ধনে ১৫০ রানে পৌঁছানোর পর রিটায়ার্ড আউট হন। একই ম্যাচে মার্ভান আতাপত্তুও ২০০ রানে পৌঁছানোর পর রিটায়ার্ড আউট হন।