০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

বাংলাদেশের জার্সিতে নতুন অধ্যায়, সিলেটে পা রাখলেন হামজা দেওয়ান চৌধুরী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 85

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশের জাতীয় দলে খেলার স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোলেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি অবতরণ করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। তার সঙ্গেই এসেছেন পরিবারের সদস্যরা।

বিমানবন্দরে হামজাকে এক নজর দেখার জন্য উপচে পড়া ভিড়। ফুটবলপ্রেমীরা তাকে স্বাগত জানাতে হাজির হয়েছেন, হাতে ফুল নিয়ে অপেক্ষায় ছিলেন অনেকে। সংবাদকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভিড় সামলাতে নিরাপত্তা বাহিনীকে রাখতে হয়েছে বাড়তি সতর্কতা।

বিজ্ঞাপন

জাতীয় দলের নতুন তারকাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির একটি দল বিমানবন্দরে উপস্থিত ছিল। সেখান থেকে সরাসরি হবিগঞ্জের নিজ বাড়িতে যাবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। বাফুফের পক্ষ থেকে সেখানে কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও, তার নিরাপত্তায় বিশেষ টিম থাকবে সার্বক্ষণিক।

বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় আছেন হামজা চৌধুরী। শিলংয়ে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আইনি জটিলতা কাটিয়ে অবশেষে এই ম্যাচের জন্য হামজাকে রেখেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।

হামজা চৌধুরীর ফুটবল যাত্রা শুরু ইংল্যান্ডে। তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। লেস্টার সিটির যুব দল থেকে উঠে এসে ক্লাবটির সিনিয়র দলে খেলেছেন দীর্ঘদিন। বার্টন অ্যালবিয়ন ও ওয়াটফোর্ডের হয়েও ধারে খেলেছেন তিনি। বর্তমানে তিনি খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে।

বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন হামজা। তার আগমন দেশের ফুটবলে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এখন দেখার অপেক্ষা, লাল-সবুজের জার্সিতে কেমন পারফর্ম করেন এই ইংল্যান্ড-প্রবাসী মিডফিল্ডার।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের জার্সিতে নতুন অধ্যায়, সিলেটে পা রাখলেন হামজা দেওয়ান চৌধুরী

আপডেট সময় ০১:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

 

বাংলাদেশের জাতীয় দলে খেলার স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোলেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি অবতরণ করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। তার সঙ্গেই এসেছেন পরিবারের সদস্যরা।

বিমানবন্দরে হামজাকে এক নজর দেখার জন্য উপচে পড়া ভিড়। ফুটবলপ্রেমীরা তাকে স্বাগত জানাতে হাজির হয়েছেন, হাতে ফুল নিয়ে অপেক্ষায় ছিলেন অনেকে। সংবাদকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভিড় সামলাতে নিরাপত্তা বাহিনীকে রাখতে হয়েছে বাড়তি সতর্কতা।

বিজ্ঞাপন

জাতীয় দলের নতুন তারকাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির একটি দল বিমানবন্দরে উপস্থিত ছিল। সেখান থেকে সরাসরি হবিগঞ্জের নিজ বাড়িতে যাবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। বাফুফের পক্ষ থেকে সেখানে কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও, তার নিরাপত্তায় বিশেষ টিম থাকবে সার্বক্ষণিক।

বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় আছেন হামজা চৌধুরী। শিলংয়ে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আইনি জটিলতা কাটিয়ে অবশেষে এই ম্যাচের জন্য হামজাকে রেখেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।

হামজা চৌধুরীর ফুটবল যাত্রা শুরু ইংল্যান্ডে। তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। লেস্টার সিটির যুব দল থেকে উঠে এসে ক্লাবটির সিনিয়র দলে খেলেছেন দীর্ঘদিন। বার্টন অ্যালবিয়ন ও ওয়াটফোর্ডের হয়েও ধারে খেলেছেন তিনি। বর্তমানে তিনি খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে।

বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন হামজা। তার আগমন দেশের ফুটবলে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এখন দেখার অপেক্ষা, লাল-সবুজের জার্সিতে কেমন পারফর্ম করেন এই ইংল্যান্ড-প্রবাসী মিডফিল্ডার।