ঢাকা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

লারাদের পরাজিত করে ইন্টারন্যাশনাল মাস্টার্সের শিরোপা ঘরে তুলল টেন্ডুলকারের ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 17

ছবি: সংগৃহীত

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির পর এবার ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগেও শিরোপা জিতল ভারত। রায়পুরে অনুষ্ঠিত ফাইনালে শচীন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত মাস্টার্স ৬ উইকেটে পরাজিত করেছে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে।

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের প্রথম আসর হওয়ায় এটি ছিল বেশ আকর্ষণীয়। বিশেষ করে ক্রিকেট ইতিহাসের দুই কিংবদন্তি ব্যাটসম্যান টেন্ডুলকার ও লারার মুখোমুখি লড়াই ফাইনালকে বাড়তি উত্তেজনা এনে দেয়। তবে দলীয় পারফরম্যান্সের মতো ব্যক্তিগত দ্বৈরথেও জয় পেয়েছেন টেন্ডুলকার।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স। দলের ওপেনার ডোয়াইন স্মিথ ৩৫ বলে ৪৫ রান করেন, আর লেন্ডল সিমন্স সর্বোচ্চ ৫৭ রান করেন ৪১ বলে। তবে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন অধিনায়ক ব্রায়ান লারা। মাত্র ৬ রান করে ফিরে যান তিনি। ভারতের পেসার বিনয় কুমার ২৬ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে ধস নামান।

১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শচীন টেন্ডুলকার ও অম্বাতি রায়ডু দুর্দান্ত সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে ৭.৫ ওভারে তারা যোগ করেন ৬৭ রান। ১৮ বলে ২৫ রান করে টিনো বেস্টের বলে আউট হন টেন্ডুলকার। তবে রায়ডুর ব্যাটে ছিল জয়ের মূল চাবিকাঠি। ৫০ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ভারতকে জয়ের দুয়ারে পৌঁছে দেন। শেষ দিকে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত মাস্টার্স, ১৮তম ওভারের প্রথম বলেই আসে জয়ের মুহূর্ত।

এই জয়ের মাধ্যমে প্রথমবার আয়োজিত ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে চ্যাম্পিয়ন হলো ভারত। মাস্টার্স ক্রিকেটে টেন্ডুলকারের নেতৃত্বে ভারতীয়দের এই সাফল্য আবারও প্রমাণ করল, অভিজ্ঞতা আর প্রতিভার মিশেলে তারা এখনও অপ্রতিরোধ্য!

নিউজটি শেয়ার করুন

লারাদের পরাজিত করে ইন্টারন্যাশনাল মাস্টার্সের শিরোপা ঘরে তুলল টেন্ডুলকারের ভারত

আপডেট সময় ০১:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির পর এবার ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগেও শিরোপা জিতল ভারত। রায়পুরে অনুষ্ঠিত ফাইনালে শচীন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত মাস্টার্স ৬ উইকেটে পরাজিত করেছে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে।

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের প্রথম আসর হওয়ায় এটি ছিল বেশ আকর্ষণীয়। বিশেষ করে ক্রিকেট ইতিহাসের দুই কিংবদন্তি ব্যাটসম্যান টেন্ডুলকার ও লারার মুখোমুখি লড়াই ফাইনালকে বাড়তি উত্তেজনা এনে দেয়। তবে দলীয় পারফরম্যান্সের মতো ব্যক্তিগত দ্বৈরথেও জয় পেয়েছেন টেন্ডুলকার।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স। দলের ওপেনার ডোয়াইন স্মিথ ৩৫ বলে ৪৫ রান করেন, আর লেন্ডল সিমন্স সর্বোচ্চ ৫৭ রান করেন ৪১ বলে। তবে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন অধিনায়ক ব্রায়ান লারা। মাত্র ৬ রান করে ফিরে যান তিনি। ভারতের পেসার বিনয় কুমার ২৬ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে ধস নামান।

১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শচীন টেন্ডুলকার ও অম্বাতি রায়ডু দুর্দান্ত সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে ৭.৫ ওভারে তারা যোগ করেন ৬৭ রান। ১৮ বলে ২৫ রান করে টিনো বেস্টের বলে আউট হন টেন্ডুলকার। তবে রায়ডুর ব্যাটে ছিল জয়ের মূল চাবিকাঠি। ৫০ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ভারতকে জয়ের দুয়ারে পৌঁছে দেন। শেষ দিকে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত মাস্টার্স, ১৮তম ওভারের প্রথম বলেই আসে জয়ের মুহূর্ত।

এই জয়ের মাধ্যমে প্রথমবার আয়োজিত ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে চ্যাম্পিয়ন হলো ভারত। মাস্টার্স ক্রিকেটে টেন্ডুলকারের নেতৃত্বে ভারতীয়দের এই সাফল্য আবারও প্রমাণ করল, অভিজ্ঞতা আর প্রতিভার মিশেলে তারা এখনও অপ্রতিরোধ্য!