ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে তৃতীয়বার শিরোপা জিতলো ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 35

ছবি: সংগৃহীত

 

দীর্ঘ ২৫ বছর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরনো হারের বদলা নিলো ভারত। দুবাইয়ে রোববার (৯ মার্চ) অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে কিউইদের ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয়বারের মতো শিরোপা জিতলো ভারতীয় দল।

নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে। ড্যারিল মিচেল ৬৩ এবং মাইকেল ব্রেসওয়েল ৫০ রান করেন। তবে ভারতের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে কিউইরা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব দুটি করে উইকেট শিকার করেন, আর মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা পান একটি করে উইকেট।

২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা হয় দুর্দান্ত। অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল ওপেনিং জুটিতে দলকে ভালো ভিত্তি এনে দেন। রোহিত ৭৬ রানের দারুণ ইনিংস খেলে আউট হলেও, পরে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের ৬১ রানের পার্টনারশিপ ভারতকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল নিশ্চিত করেন ভারতের শিরোপা জয়, ৪৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

এই জয়ের মাধ্যমে ভারত চ্যাম্পিয়নস ট্রফির মুকুট পুনরুদ্ধার করলো, যা তারা ২০১৭ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হারিয়েছিল। এবার সেই ভুলের পুনরাবৃত্তি না ঘটিয়ে দাপটের সঙ্গে শিরোপা নিজেদের করে নিলো রোহিত শর্মার দল।

নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটা ভালো হলেও, ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ৭৯ রানের মধ্যেই তারা ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এরপর মিচেল ও ব্রেসওয়েল দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করলেও, ভারতীয় বোলারদের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি কিউইরা।

ভারতের হয়ে বোলিংয়ে সবচেয়ে কার্যকর ছিলেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব, যারা ২টি করে উইকেট নেন। আর ব্যাটিংয়ে নেতৃত্ব দিলেন রোহিত শর্মা, যার ঝলমলে ইনিংস ভারতের জয়কে সহজ করে দেয়। চ্যাম্পিয়নস ট্রফিতে এটি ভারতের তৃতীয় শিরোপা জয়, যা দলটির শক্তিমত্তা ও ধারাবাহিক সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করলো।

নিউজটি শেয়ার করুন

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে তৃতীয়বার শিরোপা জিতলো ভারত

আপডেট সময় ১১:৪৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

 

দীর্ঘ ২৫ বছর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরনো হারের বদলা নিলো ভারত। দুবাইয়ে রোববার (৯ মার্চ) অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে কিউইদের ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয়বারের মতো শিরোপা জিতলো ভারতীয় দল।

নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে। ড্যারিল মিচেল ৬৩ এবং মাইকেল ব্রেসওয়েল ৫০ রান করেন। তবে ভারতের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে কিউইরা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব দুটি করে উইকেট শিকার করেন, আর মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা পান একটি করে উইকেট।

২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা হয় দুর্দান্ত। অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল ওপেনিং জুটিতে দলকে ভালো ভিত্তি এনে দেন। রোহিত ৭৬ রানের দারুণ ইনিংস খেলে আউট হলেও, পরে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের ৬১ রানের পার্টনারশিপ ভারতকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল নিশ্চিত করেন ভারতের শিরোপা জয়, ৪৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

এই জয়ের মাধ্যমে ভারত চ্যাম্পিয়নস ট্রফির মুকুট পুনরুদ্ধার করলো, যা তারা ২০১৭ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হারিয়েছিল। এবার সেই ভুলের পুনরাবৃত্তি না ঘটিয়ে দাপটের সঙ্গে শিরোপা নিজেদের করে নিলো রোহিত শর্মার দল।

নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটা ভালো হলেও, ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ৭৯ রানের মধ্যেই তারা ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এরপর মিচেল ও ব্রেসওয়েল দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করলেও, ভারতীয় বোলারদের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি কিউইরা।

ভারতের হয়ে বোলিংয়ে সবচেয়ে কার্যকর ছিলেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব, যারা ২টি করে উইকেট নেন। আর ব্যাটিংয়ে নেতৃত্ব দিলেন রোহিত শর্মা, যার ঝলমলে ইনিংস ভারতের জয়কে সহজ করে দেয়। চ্যাম্পিয়নস ট্রফিতে এটি ভারতের তৃতীয় শিরোপা জয়, যা দলটির শক্তিমত্তা ও ধারাবাহিক সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করলো।