০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে তৃতীয়বার শিরোপা জিতলো ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 100

ছবি: সংগৃহীত

 

দীর্ঘ ২৫ বছর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরনো হারের বদলা নিলো ভারত। দুবাইয়ে রোববার (৯ মার্চ) অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে কিউইদের ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয়বারের মতো শিরোপা জিতলো ভারতীয় দল।

নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে। ড্যারিল মিচেল ৬৩ এবং মাইকেল ব্রেসওয়েল ৫০ রান করেন। তবে ভারতের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে কিউইরা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব দুটি করে উইকেট শিকার করেন, আর মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা পান একটি করে উইকেট।

বিজ্ঞাপন

২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা হয় দুর্দান্ত। অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল ওপেনিং জুটিতে দলকে ভালো ভিত্তি এনে দেন। রোহিত ৭৬ রানের দারুণ ইনিংস খেলে আউট হলেও, পরে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের ৬১ রানের পার্টনারশিপ ভারতকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল নিশ্চিত করেন ভারতের শিরোপা জয়, ৪৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

এই জয়ের মাধ্যমে ভারত চ্যাম্পিয়নস ট্রফির মুকুট পুনরুদ্ধার করলো, যা তারা ২০১৭ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হারিয়েছিল। এবার সেই ভুলের পুনরাবৃত্তি না ঘটিয়ে দাপটের সঙ্গে শিরোপা নিজেদের করে নিলো রোহিত শর্মার দল।

নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটা ভালো হলেও, ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ৭৯ রানের মধ্যেই তারা ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এরপর মিচেল ও ব্রেসওয়েল দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করলেও, ভারতীয় বোলারদের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি কিউইরা।

ভারতের হয়ে বোলিংয়ে সবচেয়ে কার্যকর ছিলেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব, যারা ২টি করে উইকেট নেন। আর ব্যাটিংয়ে নেতৃত্ব দিলেন রোহিত শর্মা, যার ঝলমলে ইনিংস ভারতের জয়কে সহজ করে দেয়। চ্যাম্পিয়নস ট্রফিতে এটি ভারতের তৃতীয় শিরোপা জয়, যা দলটির শক্তিমত্তা ও ধারাবাহিক সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করলো।

নিউজটি শেয়ার করুন

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে তৃতীয়বার শিরোপা জিতলো ভারত

আপডেট সময় ১১:৪৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

 

দীর্ঘ ২৫ বছর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরনো হারের বদলা নিলো ভারত। দুবাইয়ে রোববার (৯ মার্চ) অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে কিউইদের ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয়বারের মতো শিরোপা জিতলো ভারতীয় দল।

নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে। ড্যারিল মিচেল ৬৩ এবং মাইকেল ব্রেসওয়েল ৫০ রান করেন। তবে ভারতের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে কিউইরা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব দুটি করে উইকেট শিকার করেন, আর মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা পান একটি করে উইকেট।

বিজ্ঞাপন

২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা হয় দুর্দান্ত। অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল ওপেনিং জুটিতে দলকে ভালো ভিত্তি এনে দেন। রোহিত ৭৬ রানের দারুণ ইনিংস খেলে আউট হলেও, পরে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের ৬১ রানের পার্টনারশিপ ভারতকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল নিশ্চিত করেন ভারতের শিরোপা জয়, ৪৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

এই জয়ের মাধ্যমে ভারত চ্যাম্পিয়নস ট্রফির মুকুট পুনরুদ্ধার করলো, যা তারা ২০১৭ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হারিয়েছিল। এবার সেই ভুলের পুনরাবৃত্তি না ঘটিয়ে দাপটের সঙ্গে শিরোপা নিজেদের করে নিলো রোহিত শর্মার দল।

নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটা ভালো হলেও, ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ৭৯ রানের মধ্যেই তারা ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এরপর মিচেল ও ব্রেসওয়েল দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করলেও, ভারতীয় বোলারদের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি কিউইরা।

ভারতের হয়ে বোলিংয়ে সবচেয়ে কার্যকর ছিলেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব, যারা ২টি করে উইকেট নেন। আর ব্যাটিংয়ে নেতৃত্ব দিলেন রোহিত শর্মা, যার ঝলমলে ইনিংস ভারতের জয়কে সহজ করে দেয়। চ্যাম্পিয়নস ট্রফিতে এটি ভারতের তৃতীয় শিরোপা জয়, যা দলটির শক্তিমত্তা ও ধারাবাহিক সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করলো।