১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
শিরোনাম :
এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই হার্ট অ্যাটাকে রিয়াল সমর্থকের মৃত্যু জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমির স্বপ্ন জিইয়ে রাখলো আফগানিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 58

ছবি: সংগৃহীত

 

চ্যাম্পিয়নস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের দারুণ পারফরম্যান্সে ৮ রানে হার মানতে বাধ্য হলো ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে শ্বাসরুদ্ধকর উত্তেজনা থাকলেও আজমতউল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত বোলিংয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল আফগানিস্তান।

ইংল্যান্ডের সামনে ছিল ৩২৬ রানের চ্যালেঞ্জ। জো রুটের সেঞ্চুরি ও জেমি ওভারটনের লড়াইয়ে জয়ের পথেই ছিল ইংল্যান্ড। শেষ ২৬ বলে প্রয়োজন ছিল মাত্র ৩৯ রান। তবে ওমরজাইয়ের স্পেল যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। প্রথম চার বলে মাত্র চার রান দেন তিনি। পঞ্চম বলে আদিল রশিদের উইকেট তুলে নিতেই কার্যত ম্যাচ শেষ হয়ে যায় ইংল্যান্ডের জন্য। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৩১৭ রানেই থামে ইংল্যান্ড, আর আফগানিস্তান পায় ইতিহাসগড়া এক বিজয়।

বিজ্ঞাপন

এর আগে আফগানিস্তানের ইনিংসের নায়ক ছিলেন ইব্রাহিম জাদরান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি, যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। শেষ দিকে মোহাম্মদ নবির ৪০ রানের ইনিংস আফগানদের স্কোর ৩২৫-তে নিয়ে যায়, যা পরবর্তীতে জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়।

ইংল্যান্ডের হয়ে জো রুট ১২০ রানের চমৎকার ইনিংস খেললেও, তার বিদায়ের পর রানের গতি কমে যায়। আফগান বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ দিকে পথ হারায় ইংল্যান্ড। ম্যাচের নায়ক ওমরজাই একাই ৫ উইকেট নিয়ে ইংলিশদের হারিয়ে দেন।

এই জয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচটিই তাদের জন্য ফাইনালের টিকিট পাওয়ার সমান। স্মিথদের হারাতে পারলেই ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখবে আফগানিস্তান।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমির স্বপ্ন জিইয়ে রাখলো আফগানিস্তান

আপডেট সময় ১১:১৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

চ্যাম্পিয়নস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের দারুণ পারফরম্যান্সে ৮ রানে হার মানতে বাধ্য হলো ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে শ্বাসরুদ্ধকর উত্তেজনা থাকলেও আজমতউল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত বোলিংয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল আফগানিস্তান।

ইংল্যান্ডের সামনে ছিল ৩২৬ রানের চ্যালেঞ্জ। জো রুটের সেঞ্চুরি ও জেমি ওভারটনের লড়াইয়ে জয়ের পথেই ছিল ইংল্যান্ড। শেষ ২৬ বলে প্রয়োজন ছিল মাত্র ৩৯ রান। তবে ওমরজাইয়ের স্পেল যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। প্রথম চার বলে মাত্র চার রান দেন তিনি। পঞ্চম বলে আদিল রশিদের উইকেট তুলে নিতেই কার্যত ম্যাচ শেষ হয়ে যায় ইংল্যান্ডের জন্য। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৩১৭ রানেই থামে ইংল্যান্ড, আর আফগানিস্তান পায় ইতিহাসগড়া এক বিজয়।

বিজ্ঞাপন

এর আগে আফগানিস্তানের ইনিংসের নায়ক ছিলেন ইব্রাহিম জাদরান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি, যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। শেষ দিকে মোহাম্মদ নবির ৪০ রানের ইনিংস আফগানদের স্কোর ৩২৫-তে নিয়ে যায়, যা পরবর্তীতে জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়।

ইংল্যান্ডের হয়ে জো রুট ১২০ রানের চমৎকার ইনিংস খেললেও, তার বিদায়ের পর রানের গতি কমে যায়। আফগান বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ দিকে পথ হারায় ইংল্যান্ড। ম্যাচের নায়ক ওমরজাই একাই ৫ উইকেট নিয়ে ইংলিশদের হারিয়ে দেন।

এই জয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচটিই তাদের জন্য ফাইনালের টিকিট পাওয়ার সমান। স্মিথদের হারাতে পারলেই ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখবে আফগানিস্তান।