০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
শিরোনাম :
নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা প্রথম উড্ডয়ন সম্পন্ন করল নাসার নীরব সুপারসনিক জেট X-59 ‘হ্যাঁ’–‘না’ পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ জুলাই সনদে সাইন করে ভুল করেছেন, এখন কাফফারা দিন: বিএনপিকে নাসীরুদ্দীন

আর্জেন্টিনার জয়, মেসিময় ম্যাচ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 119

ছবি: সংগৃহীত

 

৮০ মিনিটে আলতো পায়ের ছোঁয়ায় মেসির জালে বল জড়ানোর সময় মনে হতেই পারে গোল করা খুবই সহজ।মেসি তো! ইটস নরমাল। অবশ্য তারও আগে ৩৯ মিনিটে ভেনিজুয়েলার গোলরক্ষকসহ তিনজন শুধু চেয়ে চেয়ে দেখলেন মেসিকে আটকানো যায় না, মেসি ফুটবলে এক অনবদ্য অধ্যায়, ইতিহাস ও অবর্ণনীয় ম্যাজিক। মেসি মাঠ নেমে গেলেই হয়। শারীরিক অবয়বে মেসিকে খুঁজে পাওয়ার দুষ্কর কিন্তু যেই বল পা স্পর্শ করলো মনে হয় রয়েল বেঙ্গল টাইগার খিপ্র গতিতে জানান দিচ্ছে ফুটবলের নান্দনিক রুপ এভাবেই শৈল্পিক আচড়ে লিখতে হয়। মেসি একটা কিছু, মেসি স্পেশাল, মেসি অসাধারণ,মেসি ফুটবল রুপকথার হিরো।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এটা ছিল ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ। ধরে নেওয়া যায় লিওনেল মেসিরও শেষ ম্যাচ।বুয়েনস এইরেসে বাংলাদেশ সময় আজ (শুক্রবার) সকালে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা নিয়ে সারাবিশ্বের ফুটবলপ্রেমীসহ মেসি ভক্তদের জন্য প্রগাঢ় আবেগ ও উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। মেসির সন্তানসহ পরিবারের উপস্থিত থাকাও এই ক্ষণকে রাঙানোর প্রয়াস লক্ষ করা যায়।

বিজ্ঞাপন

স্মরণীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জয়। মেসির শৈল্পিক বুননে জোড়া গোল আর গ্যালারিতে মেসি মেসি চিৎকারের মধ্যে ৭৬ মিনিটে লাউতারো মার্টিনেজের গোল উৎসর্গ করা হলো হৃদয় হৃদয়ে শ্রদ্ধা জানিয়ে। ফলে ঘরের মাঠে আলবিসেলেস্তেরা ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে সহজ জয়ে আরও একবার জানান দিলো নিজেদের জাত।

তবে হা মেসির গল্প এখনো শেষ হয়নি। ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে…

রিয়াদ মোস্তফা, নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান, খবরের কথা

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার জয়, মেসিময় ম্যাচ

আপডেট সময় ১২:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

 

৮০ মিনিটে আলতো পায়ের ছোঁয়ায় মেসির জালে বল জড়ানোর সময় মনে হতেই পারে গোল করা খুবই সহজ।মেসি তো! ইটস নরমাল। অবশ্য তারও আগে ৩৯ মিনিটে ভেনিজুয়েলার গোলরক্ষকসহ তিনজন শুধু চেয়ে চেয়ে দেখলেন মেসিকে আটকানো যায় না, মেসি ফুটবলে এক অনবদ্য অধ্যায়, ইতিহাস ও অবর্ণনীয় ম্যাজিক। মেসি মাঠ নেমে গেলেই হয়। শারীরিক অবয়বে মেসিকে খুঁজে পাওয়ার দুষ্কর কিন্তু যেই বল পা স্পর্শ করলো মনে হয় রয়েল বেঙ্গল টাইগার খিপ্র গতিতে জানান দিচ্ছে ফুটবলের নান্দনিক রুপ এভাবেই শৈল্পিক আচড়ে লিখতে হয়। মেসি একটা কিছু, মেসি স্পেশাল, মেসি অসাধারণ,মেসি ফুটবল রুপকথার হিরো।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এটা ছিল ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ। ধরে নেওয়া যায় লিওনেল মেসিরও শেষ ম্যাচ।বুয়েনস এইরেসে বাংলাদেশ সময় আজ (শুক্রবার) সকালে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা নিয়ে সারাবিশ্বের ফুটবলপ্রেমীসহ মেসি ভক্তদের জন্য প্রগাঢ় আবেগ ও উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। মেসির সন্তানসহ পরিবারের উপস্থিত থাকাও এই ক্ষণকে রাঙানোর প্রয়াস লক্ষ করা যায়।

বিজ্ঞাপন

স্মরণীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জয়। মেসির শৈল্পিক বুননে জোড়া গোল আর গ্যালারিতে মেসি মেসি চিৎকারের মধ্যে ৭৬ মিনিটে লাউতারো মার্টিনেজের গোল উৎসর্গ করা হলো হৃদয় হৃদয়ে শ্রদ্ধা জানিয়ে। ফলে ঘরের মাঠে আলবিসেলেস্তেরা ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে সহজ জয়ে আরও একবার জানান দিলো নিজেদের জাত।

তবে হা মেসির গল্প এখনো শেষ হয়নি। ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে…

রিয়াদ মোস্তফা, নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান, খবরের কথা