ভিএআর বিভ্রাটে বিতর্ক, ইয়ামালের গোলে ড্রয়ে রক্ষা পেল বার্সেলোনা

- আপডেট সময় ০৪:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 3
লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচে ভিএআর বিভ্রাট বড় আলোচনার জন্ম দিয়েছে। ভায়েকাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোল হয়েছিল দুটি—প্রথমটি বার্সেলোনার হয়ে ৪০তম মিনিটে লামিনে ইয়ামালের পেনাল্টি থেকে, আর দ্বিতীয়টি ভায়েকানোর হয়ে ৬৭তম মিনিটে ফ্রান পেরেজের শটে। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়, যা এই মৌসুমে বার্সার প্রথম পয়েন্ট ভাগাভাগি।
তবে ম্যাচের মূল আলোচনায় ছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। প্রযুক্তিটি প্রথমার্ধে কাজ করেনি, অথচ সেই সময়েই ইয়ামালের করা পেনাল্টি গোল আসে। ভিএআর সচল থাকলে বার্সা আদৌ পেনাল্টি পেত কি না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্বাগতিক শিবির।
৩৯তম মিনিটে রেফারি মাতেও ফেরের পেপ চাভারিয়ার ফাউলের ঘটনায় পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু ভিএআর বন্ধ থাকায় সেই সিদ্ধান্ত যাচাই করা যায়নি। এতে অসন্তোষ প্রকাশ করেন ভায়েকানো কোচ ইনিও পেরেজ ও সমর্থকরা। যদিও ম্যাচ শেষে পেরেজ জানান, এটি পেনাল্টি ছিল কি না তিনি নিশ্চিত নন, তবে ভবিষ্যতে ভিএআর না চললে খেলা স্থগিত রাখার পরামর্শ দেন।
ম্যাচ শেষে ভিএআর পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়াপ্রো এক বিবৃতিতে জানায়, কারিগরি সমস্যার কারণে প্রথমার্ধে প্রযুক্তি সচল করা সম্ভব হয়নি। তবে দ্বিতীয়ার্ধে সমস্যা সমাধান করে ভিএআর স্বাভাবিকভাবে কাজ করেছে।
এই ড্রয়ের পর ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা লা লিগা টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়েই ভিয়ারিয়াল আছে তৃতীয় স্থানে। অন্যদিকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ দুই স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব। আগামী ১৪ সেপ্টেম্বর বার্সেলোনা মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার।