ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

র‍্যাঙ্কিং থেকে হঠাৎ বাদ রোহিত-কোহলি, ব্যাখ্যা দিল আইসিসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে ফরম্যাটে এখনও সক্রিয় আছেন ভারতীয় দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাদের লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ—এমনটাই মনে করছেন অনেকেই। এ কারণে আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তারা শীর্ষ পাঁচে ছিলেন। কিন্তু বুধবার প্রকাশিত নতুন তালিকায় হঠাৎই উধাও হয়ে যায় রোহিত ও কোহলির নাম।

ঘটনাটি নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়লে পরে ভুল স্বীকার করে আইসিসি। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় পোর্টাল উইজডেন ডটকম এ বিষয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করলে আইসিসি জানায়, “এই সপ্তাহের র‌্যাঙ্কিংয়ে কিছু বিষয় পর্যালোচনা চলছে।” পরবর্তীতে রোহিত ও কোহলির নাম আবারও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে যুক্ত করা হয়।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি ৯–১২ মাস ওয়ানডে না খেলেন, তবে তাকে র‌্যাঙ্কিং থেকে বাদ দেওয়া হয়। টেস্টে এই সময়সীমা ১২–১৫ মাস। আর কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিক অবসর নিলে সেখান থেকেও নাম কেটে দেওয়া হয়। কিন্তু ওয়ানডেতে শেষবার খেলা দুই তারকা নিয়ম অনুযায়ী এখনও র‌্যাঙ্কিংয়ে থাকার যোগ্য।

উল্লেখ্য, ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। ওই ম্যাচই রোহিত ও কোহলির শেষ ওয়ানডে। এরপর থেকে ভারত দলও আর ওয়ানডে খেলেনি। ফলে টানা পাঁচ মাস মাঠের বাইরে আছেন অভিজ্ঞ এই দুই ব্যাটার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তারা আন্তর্জাতিক ফরম্যাটটি থেকে বিদায় নেন। পরে রোহিত অবসর নেন টেস্ট ক্রিকেট থেকেও, আর গত মাসে ইংল্যান্ড সিরিজ শুরুর আগে কোহলি জানান তার টেস্ট অবসরের কথা।

 

নিউজটি শেয়ার করুন

র‍্যাঙ্কিং থেকে হঠাৎ বাদ রোহিত-কোহলি, ব্যাখ্যা দিল আইসিসি

আপডেট সময় ১২:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

 

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে ফরম্যাটে এখনও সক্রিয় আছেন ভারতীয় দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাদের লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ—এমনটাই মনে করছেন অনেকেই। এ কারণে আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তারা শীর্ষ পাঁচে ছিলেন। কিন্তু বুধবার প্রকাশিত নতুন তালিকায় হঠাৎই উধাও হয়ে যায় রোহিত ও কোহলির নাম।

ঘটনাটি নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়লে পরে ভুল স্বীকার করে আইসিসি। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় পোর্টাল উইজডেন ডটকম এ বিষয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করলে আইসিসি জানায়, “এই সপ্তাহের র‌্যাঙ্কিংয়ে কিছু বিষয় পর্যালোচনা চলছে।” পরবর্তীতে রোহিত ও কোহলির নাম আবারও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে যুক্ত করা হয়।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি ৯–১২ মাস ওয়ানডে না খেলেন, তবে তাকে র‌্যাঙ্কিং থেকে বাদ দেওয়া হয়। টেস্টে এই সময়সীমা ১২–১৫ মাস। আর কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিক অবসর নিলে সেখান থেকেও নাম কেটে দেওয়া হয়। কিন্তু ওয়ানডেতে শেষবার খেলা দুই তারকা নিয়ম অনুযায়ী এখনও র‌্যাঙ্কিংয়ে থাকার যোগ্য।

উল্লেখ্য, ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। ওই ম্যাচই রোহিত ও কোহলির শেষ ওয়ানডে। এরপর থেকে ভারত দলও আর ওয়ানডে খেলেনি। ফলে টানা পাঁচ মাস মাঠের বাইরে আছেন অভিজ্ঞ এই দুই ব্যাটার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তারা আন্তর্জাতিক ফরম্যাটটি থেকে বিদায় নেন। পরে রোহিত অবসর নেন টেস্ট ক্রিকেট থেকেও, আর গত মাসে ইংল্যান্ড সিরিজ শুরুর আগে কোহলি জানান তার টেস্ট অবসরের কথা।