“নতুন ইতিহাস: শামির রেকর্ড ভেঙে দিলেন শাহিন আফ্রিদি”

- আপডেট সময় ১২:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / 1
টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে লড়াইটাও জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। ক্যারিবীয়দের ২৮০ রান তাড়াতে পাকিস্তান ৫ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয়লাভ করে। এতে ৫১ রানে ৪ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডেতে পূর্ণ সদস্য দেশের বোলারদের মধ্যে ন্যূনতম ১০০ উইকেট পাওয়ার ক্ষেত্রে তার স্ট্রাইকরেট সবচেয়ে কম।
এতদিন এই রেকর্ডটি ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামির দখলে ছিল। ১০৮ ম্যাচ খেলে তিনি ২০৬ উইকেট নিয়েছেন, যেখানে শামির স্ট্রাইকরেট ২৫.৮। অন্যদিকে, ৬৫ ওয়ানডেতে ১৩১ উইকেট নেওয়া শাহিনের স্ট্রাইকরেট ২৫.৪। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক, যার স্ট্রাইকরেট ২৬.৬৮। ১২৭ ওয়ানডেতে স্টার্ক ২৪৪ উইকেট শিকার করেছেন।
ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম স্ট্রাইকরেট থাকা বোলারদের মধ্যে শাহিন পঞ্চম। তবে তার ওপরে থাকা বোলারদের মধ্যে মাত্র একজন ১০০ উইকেট পেয়েছেন। ওয়ানডেতে সবচেয়ে কম স্ট্রাইকরেট (২৩.৪) রায়ান হ্যারিসের, যিনি ২১ ম্যাচে ৪১ উইকেট শিকার করেছেন। এরপর যথাক্রমে আছেন শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা (২৬ ম্যাচে ৪৫ উইকেট, স্ট্রাইকরেট ২৪.৫), নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন (৪৯ ম্যাচে ৬০ উইকেট, স্ট্রাইকরেট ২৪.৭) এবং ওমানের বিলাল খান (৪৯ ম্যাচে ১০১ উইকেট, স্ট্রাইকারেট ২৪.৮)।
পাকিস্তানকে পেস বোলারদের স্বর্গরাজ্য বলা হয়, যেখানে অনেক পেস কিংবদন্তির জন্ম হয়েছে। বর্তমান আইকন শাহিন আফ্রিদি, যিনি গতির সঙ্গে সুইং ও সিম মুভমেন্টে ব্যাটারদের বিভ্রান্ত করার জন্য পরিচিত। পরের ম্যাচে যদি শাহিন উইকেট না পান, তাও সমস্যা নেই। তবে ৬৭তম ম্যাচে তাকে কমপক্ষে দুটি উইকেট পেতে হবে, নইলে সেরা স্ট্রাইকরেট চলে যাবে স্টার্কের দখলে।
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ২৮০ রান তোলে এভিন লুইসের ৬০, শাই হোপের ৫৫ ও রোস্টন চেজের ৫৩ রানে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। সফরকারীদের লক্ষ্য তাড়া করতে নেমে হাসান নওয়াজ ৬৩ ও মোহাম্মদ রিজওয়ান ৫৩ রান করেন। এছাড়া বাবর আজমের ৪৭ ও হুসাইন তালাতের ৪০ রান পাকিস্তানের জয় নিশ্চিত করে। আজ (রোববার) হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।