সাফজয়ী দল নিয়েই এশিয়ান মিশনে লাওস যাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দল

- আপডেট সময় ০৪:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 3
আগামী আগস্টে লাওসে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব। সেই আসরের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আশার কথা হলো, সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সবাই জায়গা পেয়েছেন এই দলে। অর্থাৎ, কোনও পরিবর্তন ছাড়াই কোচ পিটার বাটলার আস্থা রেখেছেন সাফজয়ী স্কোয়াডের ওপর।
গত জুলাইয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে টানা ৬ ম্যাচে জয় পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেই আত্মবিশ্বাস নিয়েই তারা নামবে এশিয়ান কাপের কঠিন লড়াইয়ে। সবকিছু ঠিক থাকলে ২ আগস্ট লাওসের উদ্দেশে দেশ ছাড়বেন সাগরিকা, আফঈদারা।
বাংলাদেশ দলের পূর্ণ স্কোয়াড:
গোলরক্ষক: স্বর্ণা রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার
ডিফেন্ডার: জয়নব বিবি, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার
মিডফিল্ডার: স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্ণা খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার
ফরোয়ার্ড: পূজা দাস, উমেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, নবীরণ খাতুন
বাংলাদেশ রয়েছে ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ—দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস এবং পূর্ব তিমুর। ৬ আগস্ট প্রথম ম্যাচে লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৮ আগস্ট খেলবে পূর্ব তিমুরের বিপক্ষে এবং ১০ আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা।
এবারের বাছাইপর্বে ৩৩টি দল আটটি গ্রুপে বিভক্ত। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি উঠবে চূড়ান্ত পর্বে। এছাড়া তিনটি সেরা রানার্সআপ দলও পাবে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল আসরের টিকিট।
উল্লেখযোগ্যভাবে, এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের অতীত পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল নয়। এখন পর্যন্ত ১২ ম্যাচে জয় মাত্র দুটি। তবে এবারের আত্মবিশ্বাসী ও অভিজ্ঞ সাফজয়ী স্কোয়াড নতুন ইতিহাস লিখতে পারে—এমন প্রত্যাশায় ফুটবলপ্রেমীরা।