ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্যের আগে দলকে হিসেব-নিকেশ করতে হবে: এ্যানি পুলিশের ১১০ কর্মকর্তাকে এসআই থেকে ইন্সপেক্টর পদে উত্তরণ পাকিস্তানে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, দুর্ভোগে লাখো মানুষ গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু এমন ব্যাপকতা ধারণা করা যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা” কিশোরগঞ্জে ব্যবসায়ী সৈয়দুর হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলার তীব্রতা, দুই পক্ষেই হতাহত ভোটার তালিকা সংযোজনসহ তিনটি অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন অবৈধ ৬২ কোটি টাকার সম্পদের প্রমাণ মিলেছে তারিক সিদ্দিকের: দুদক চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, আটক ১

সিনসিনাটির কাছে ইন্টার মায়ামির পরাজয়, থেমে গেল মেসিদের জয়রথ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ইন্টার মিয়ামির জয়ের রথ থেমে গেল অবশেষে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে সিনসিনাটির মাঠে ৩-০ গোলের হারে মুখ থুবড়ে পড়ে লিওনেল মেসির দল।

মাত্র ১১ দিনের ব্যবধানে চতুর্থ ম্যাচ খেলতে নামায় ক্লান্তি গ্রাস করে ইন্টার মিয়ামির খেলোয়াড়দের। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগায় স্বাগতিক এফসি সিনসিনাটি। শক্তিশালী রক্ষণ আর কার্যকর আক্রমণে মেসিদের কোনো সুযোগই দেয়নি তারা। ১৮ মে’র পর এটি ইন্টার মিয়ামির প্রথম হার, নিয়মিত মৌসুমে।

ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোলটি করে সিনসিনাটিকে এগিয়ে দেন ফরোয়ার্ড জেরার্ডো ভ্যালেনজুয়েলা। বক্সের বাম দিক থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। চলতি মৌসুমে এটি তার চতুর্থ গোল। প্রথমার্ধেই সিনসিনাটি নেয় ৭টি শট, যার ৪টি ছিল লক্ষ্যে।

পুরো প্রথমার্ধজুড়ে মিয়ামির আক্রমণভাগকে নিয়ন্ত্রণে রাখে সিনসিনাটির রক্ষণভাগ। লিওনেল মেসি দুটি উল্লেখযোগ্য সুযোগ পেলেও একবার তার শট ব্লক করেন ডিফেন্ডার লুকাস এঙ্গেল, আরেকবার সেভ করেন গোলরক্ষক রোমান সেলেন্তানো। দুটি সেভের পাশাপাশি এটি ছিল সেলেন্তানোর মৌসুমের সপ্তম ক্লিন শিট।

দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভান্দার। এরপর ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন তিনি। টানা পাঁচ ম্যাচে গোল করে এমএলএসে নতুন রেকর্ড গড়েছেন ইভান্দার। নিয়মিত মৌসুমে তার গোলসংখ্যা এখন ১৫।

ম্যাচে ইন্টার মিয়ামির দুই গোলরক্ষক অস্কার উস্তারি ও রকো রিয়োস নোভো সম্মিলিতভাবে চারটি সেভ করলেও প্রতিপক্ষের আক্রমণ থামাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হয় মেসিদের।

দারুণ ফর্মে থাকা ইন্টার মিয়ামির জন্য এ হারে বড় একটি ধাক্কা হলেও, দলটি এখনও শীর্ষ চারে রয়েছে। তবে টানা ম্যাচ খেলায় শারীরিক ও মানসিক ক্লান্তি মেসিদের পারফরম্যান্সে স্পষ্টভাবেই ছাপ ফেলেছে। অন্যদিকে, জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে সিনসিনাটি।

নিউজটি শেয়ার করুন

সিনসিনাটির কাছে ইন্টার মায়ামির পরাজয়, থেমে গেল মেসিদের জয়রথ

আপডেট সময় ১২:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

 

মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ইন্টার মিয়ামির জয়ের রথ থেমে গেল অবশেষে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে সিনসিনাটির মাঠে ৩-০ গোলের হারে মুখ থুবড়ে পড়ে লিওনেল মেসির দল।

মাত্র ১১ দিনের ব্যবধানে চতুর্থ ম্যাচ খেলতে নামায় ক্লান্তি গ্রাস করে ইন্টার মিয়ামির খেলোয়াড়দের। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগায় স্বাগতিক এফসি সিনসিনাটি। শক্তিশালী রক্ষণ আর কার্যকর আক্রমণে মেসিদের কোনো সুযোগই দেয়নি তারা। ১৮ মে’র পর এটি ইন্টার মিয়ামির প্রথম হার, নিয়মিত মৌসুমে।

ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোলটি করে সিনসিনাটিকে এগিয়ে দেন ফরোয়ার্ড জেরার্ডো ভ্যালেনজুয়েলা। বক্সের বাম দিক থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। চলতি মৌসুমে এটি তার চতুর্থ গোল। প্রথমার্ধেই সিনসিনাটি নেয় ৭টি শট, যার ৪টি ছিল লক্ষ্যে।

পুরো প্রথমার্ধজুড়ে মিয়ামির আক্রমণভাগকে নিয়ন্ত্রণে রাখে সিনসিনাটির রক্ষণভাগ। লিওনেল মেসি দুটি উল্লেখযোগ্য সুযোগ পেলেও একবার তার শট ব্লক করেন ডিফেন্ডার লুকাস এঙ্গেল, আরেকবার সেভ করেন গোলরক্ষক রোমান সেলেন্তানো। দুটি সেভের পাশাপাশি এটি ছিল সেলেন্তানোর মৌসুমের সপ্তম ক্লিন শিট।

দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভান্দার। এরপর ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন তিনি। টানা পাঁচ ম্যাচে গোল করে এমএলএসে নতুন রেকর্ড গড়েছেন ইভান্দার। নিয়মিত মৌসুমে তার গোলসংখ্যা এখন ১৫।

ম্যাচে ইন্টার মিয়ামির দুই গোলরক্ষক অস্কার উস্তারি ও রকো রিয়োস নোভো সম্মিলিতভাবে চারটি সেভ করলেও প্রতিপক্ষের আক্রমণ থামাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হয় মেসিদের।

দারুণ ফর্মে থাকা ইন্টার মিয়ামির জন্য এ হারে বড় একটি ধাক্কা হলেও, দলটি এখনও শীর্ষ চারে রয়েছে। তবে টানা ম্যাচ খেলায় শারীরিক ও মানসিক ক্লান্তি মেসিদের পারফরম্যান্সে স্পষ্টভাবেই ছাপ ফেলেছে। অন্যদিকে, জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে সিনসিনাটি।