ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে ‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

টানা দুই সিরিজ হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে পরপর হোয়াইটওয়াশ হওয়া টাইগাররা এবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় সিরিজেও হারের মুখোমুখি। ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ জিততেই হবে বাংলাদেশকে, নাহলে সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে।

রোববার (১৩ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ডাম্বুলার পিচ নিয়ে টাইগার অধিনায়ক লিটন দাস বলেন, “এই উইকেটে রান করা খুব একটা কঠিন হবে না। যদি ভালো ব্যাটিং করা যায়, তাহলে ১৮৫ রানের মতো স্কোর প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারে।”

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে আনা হয়েছে তিনটি পরিবর্তন। প্রথম ম্যাচে খেলা মোহাম্মদ নাঈম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন জাকের আলী, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), জাকের আলী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কার একাদশ: পাতুম নিশঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দুসান শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসাই, মাহেশ থিকসানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা।

আজকের ম্যাচে জয় ছাড়া কোনো পথ খোলা নেই বাংলাদেশের সামনে। তাই ডাম্বুলার এই মাঠে টাইগারদের প্রত্যাশা, নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে সিরিজে ফিরতে পারা।

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

আপডেট সময় ০৮:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

টানা দুই সিরিজ হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে পরপর হোয়াইটওয়াশ হওয়া টাইগাররা এবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় সিরিজেও হারের মুখোমুখি। ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ জিততেই হবে বাংলাদেশকে, নাহলে সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে।

রোববার (১৩ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ডাম্বুলার পিচ নিয়ে টাইগার অধিনায়ক লিটন দাস বলেন, “এই উইকেটে রান করা খুব একটা কঠিন হবে না। যদি ভালো ব্যাটিং করা যায়, তাহলে ১৮৫ রানের মতো স্কোর প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারে।”

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে আনা হয়েছে তিনটি পরিবর্তন। প্রথম ম্যাচে খেলা মোহাম্মদ নাঈম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন জাকের আলী, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), জাকের আলী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কার একাদশ: পাতুম নিশঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দুসান শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসাই, মাহেশ থিকসানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা।

আজকের ম্যাচে জয় ছাড়া কোনো পথ খোলা নেই বাংলাদেশের সামনে। তাই ডাম্বুলার এই মাঠে টাইগারদের প্রত্যাশা, নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে সিরিজে ফিরতে পারা।