টানা চার ম্যাচে জোড়া গোলের রেকর্ড মেসির, মায়ামির সহজ জয়

- আপডেট সময় ১২:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 2
মেজর লিগ সকারে (এমএলএস) যেন তারুণ্যের ছন্দেই খেলছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তি এবার টানা চতুর্থ ম্যাচে জোড়া গোল করে গড়েছেন এমএলএস ইতিহাসে এক অনন্য রেকর্ড। নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির নায়কও তিনিই।
এর আগে এমএলএসের ইতিহাসে কোনো ফুটবলার টানা চার ম্যাচে দুই বা তার বেশি গোল করতে পারেননি। এই রেকর্ড ভেঙে মেসি এবার নিজের নামটি লিখলেন স্বর্ণাক্ষরে।
মেসির গোলযাত্রা শুরু হয় গত মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে। এরপর কলম্বাস ক্রু ও আবারও মন্ট্রিয়লের বিপক্ষে জোড়া গোল করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। সর্বশেষ নিউ ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এই ধারাবাহিকতাকে চূড়ান্ত রূপ দেন।
জিলেট স্টেডিয়ামে ম্যাচের ২৭তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেন মেসি। ৩৮তম মিনিটে সার্জিও বুস্কেটসের নিখুঁত লং পাস ধরে চোখধাঁধানো ফিনিশিংয়ে করেন নিজের দ্বিতীয় গোল।
৩৮ বছর বয়সেও এমন পারফরম্যান্সে মেসির প্রশংসায় ভাসছে ফুটবলবিশ্ব। ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাঠচেরানো ম্যাচ শেষে বলেন, “আমি সবসময় বলি, লিও একজন অনন্য ফুটবলার। আমার দৃষ্টিতে সে-ই ফুটবলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ। এই বয়সেও যে পারফরম্যান্স সে দিচ্ছে, তা সত্যিই অবিশ্বাস্য। আমরা ভাগ্যবান, লিও আমাদের দলে রয়েছে।”
মেসির এই দুর্দান্ত নৈপুণ্যে টানা পাঁচ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে ইন্টার মায়ামি যার মধ্যে রয়েছে চারটি জয় ও একটি ড্র। এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায়ও উন্নতি হয়েছে দলটির। ষষ্ঠ স্থান থেকে উঠে এসেছে পঞ্চম স্থানে। বর্তমানে তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট। যদিও তারা শীর্ষে থাকা সিনসিনাটির চেয়ে তিন ম্যাচ কম খেলে ৭ পয়েন্টে পিছিয়ে রয়েছে।
মেসির এমন অভাবনীয় ফর্ম এমএলএসের ইতিহাসে শুধু নতুন রেকর্ডই গড়েনি, বরং আরও একবার প্রমাণ করেছে, কিংবদন্তিরা বয়সে নয়, খেলায় বিচার হয়।