মেসির জোড়া গোল ও অ্যাসিস্ট যাদুতে মায়ামির বড় জয়

- আপডেট সময় ১২:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / 6
ক্লাব বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স ভুলে মেজর লিগ সকারে (এমএলএস) ফিরে দারুণ জয়ে স্বস্তি খুঁজেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির জোড়া গোল আর একটি অ্যাসিস্টে মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে দলটি।
রোববার (৬ জুলাই) এমএলএসের ম্যাচে মন্ট্রিয়ালের মাঠ সাপুতো স্টেডিয়ামে ম্যাচের শুরুতে গোল খেয়ে কিছুটা চাপে পড়েছিল মায়ামি। ম্যাচের ১৩তম মিনিটে মেসির একটি ভুল ব্যাকপাস ধরে প্রতিপক্ষের স্ট্রাইকার প্রিন্স ওইউসু বল দখল করে গোলরক্ষককে পরাস্ত করেন। এর ফলে এগিয়ে যায় মন্ট্রিয়াল।
গোল হজমের পর দলের দায় কাটাতে মরিয়া হয়ে ওঠেন মেসি। একের পর এক আক্রমণ করেও প্রথম দিকে গোলের দেখা পাচ্ছিলেন না তিনি। তবে ৩৩তম মিনিটে মেসির বাড়ানো পাস থেকে তাদেও আলেন্দে দূরপাল্লার দারুণ এক শটে দলকে সমতায় ফেরান।
এর সাত মিনিট পরেই নিজের নামের প্রতি সুবিচার করেন মেসি। লুইস সুয়ারেজের পাস পেয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে মায়ামিকে ২-১ গোলের লিড এনে দেন আর্জেন্টাইন জাদুকর।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় মায়ামি। ৬০তম মিনিটে আলেন্দের পাস ধরে বক্সের বাইরে থেকে জোরালো শটে তেলাস্কো সেগোভিয়া ব্যবধান ৩-১ করেন। পরের মিনিটেই আবারও মেসির ম্যাজিক। ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
পুরো ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। ৫৮ শতাংশ সময় বল পায় দলটি, নেয় ১৫টি শট, যার ১০টি ছিল গোলমুখে। বিপরীতে মন্ট্রিয়ালের ১৩ শটের মধ্যে ৮টি ছিল লক্ষ্যে।
ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে পিএসজির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছিল মায়ামি। সাবেক ক্লাবের বিপক্ষে কোনো প্রভাব দেখাতে না পারা মেসির জন্য ছিল বড় হতাশা। তবে এমএলএসে ফিরে তিনি ফের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন।
এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ষষ্ঠ স্থানে রয়েছে মায়ামি। শীর্ষে থাকা সিনসিনাটি ২১ ম্যাচে সংগ্রহ করেছে ৪২ পয়েন্ট।