শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

- আপডেট সময় ০৭:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 1
কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে ভালো শুরুর পর মাঝপথে ছন্দ হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পারভেজ হোসেনের দারুণ হাফসেঞ্চুরি আর তাওহীদ হৃদয়ের দায়িত্বশীল ইনিংসের পরও এক রানআউটের ভুলে ভেঙে যায় দলের পরিকল্পনা। শেষ দিকে তানজিম সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে কোনো রকমে ২৪৮ রানে পৌঁছায় বাংলাদেশ, অলআউট হয়ে যায় ৪৫.৫ ওভারে।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করে দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন। প্রথম দুই ওভারে আসে ১০ রান। কিন্তু তৃতীয় ওভারে ফার্নান্দোর নাকল ডেলিভারিতে মাত্র ৭ রানে ফিরতে হয় তানজিদকে।
এরপর পারভেজ ও নাজমুল হোসেন শান্ত মিলে ৫৪ বলে ৬৩ রানের কার্যকর জুটি গড়েন। শান্ত ১৯ বলে ১৪ রান করে ফিরলেও পারভেজ আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন। ওডিআই ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ৬৯ বলে ৬৭ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চারের সঙ্গে একটি ছক্কা। তবে তার বিদায়ের পর চাপ বাড়তে থাকে দলের ওপর।
মিরাজ কিছুটা লড়াই করার চেষ্টা করেন, ৭ ওভার পর একটি বাউন্ডারি মারলেও চামিরার বলে পুল করতে গিয়ে আউট হন মাত্র ৯ রানে। শামীম হোসেনও বেশিক্ষণ টিকতে পারেননি, ২৩ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন।
এরপর তাওহীদ হৃদয় দলের হাল ধরার চেষ্টা করেন। তার সঙ্গে জাকের আলীর ৬১ বলে ৪৫ রানের জুটিতে কিছুটা স্থিতি ফেরে ইনিংসে। এই সময় হৃদয় ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম ইনিংসে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন, যা বাংলাদেশের হয়ে তৃতীয় দ্রুততম।
কিন্তু এরপরেই শুরু হয় বিপর্যয়। জাকের আলী (৪০ বলে ২৪) এলবিডব্লিউ হয়ে ফিরে গেলে বাংলাদেশের বড় সংগ্রহের আশা ফিকে হয়ে যায়। হৃদয়ও রানআউটের শিকার হন, দ্বিতীয় রান নিতে গিয়ে মাঝপথে থেমে যান স্ট্রাইক প্রান্তে থাকা তানজিমের ‘না’ শুনে। মাদুশকার থ্রোতে স্টাম্প ভেঙে দেন ফার্নান্দো। আউট হয়ে ক্ষোভে ব্যাট ছুড়ে ফেলেন হৃদয়, ৬৯ বলে তার লড়াকু ৫১ রানের ইনিংস থামে সেখানেই।
এরপর হাসান মাহমুদ শূন্য রানে এবং তানভির ইসলাম ৪ রান করে ফিরলে বাংলাদেশের সংগ্রহ একরকম থমকে যায়। তবে শেষ দিকে তানজিম সাকিবের ২১ বলে ৩৩ রানের অপরাজিত ঝড়ো ইনিংসে বাংলাদেশ কোনো রকমে ২৪৮ রানে পৌঁছায়, যা শ্রীলঙ্কার মাটিতে প্রতিদ্বন্দ্বিতামূলক হলেও যথেষ্ট কিনা তা নিয়েই রয়েছে শঙ্কা।