ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ভিএআর বিভ্রাটে বিতর্ক, ইয়ামালের গোলে ড্রয়ে রক্ষা পেল বার্সেলোনা আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫০০ ছাড়িয়েছে ভিসা জালিয়াতদের জন্য যুক্তরাষ্ট্রের আজীবন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি আঞ্চলিক-বৈশ্বিক পরিবর্তনে ইরান-চীন হাত মিলাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ইসরায়েলি হামলায় গাজার অন্যতম শীর্ষ নেতা মুহাম্মাদ সিনওয়ারের মৃত্যুর কথা নিশ্চিত করেছে হামাস ইসরায়েলের সাইবার ট্র্যাকিংয়ে নিহত হয়েছিলো ইরানের শীর্ষ ব্যক্তিরা পলিথিন পেলেই জব্দ করা হবে: পরিবেশ উপদেষ্টা

সিরিজ বাঁচাতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, দলে দুই পরিবর্তন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 23

ছবি সংগৃহীত

 

 

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস ভাগ্যে হাসি ফুটিয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। পাল্লেকেলেতে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম ম্যাচে ৭৭ রানের বড় ব্যবধানে পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে সফরকারীরা।

প্রথম ওয়ানডের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। ইনজুরিতে পড়া পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ। অন্যদিকে ব্যাটিং অর্ডারে এসেছে আরেকটি পরিবর্তন ফর্মহীন লিটন দাসের জায়গায় সুযোগ পেয়েছেন মিডল অর্ডারের ব্যাটার শামীম হোসেন।

প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দুর্বল পারফরম্যান্সের কারণে সিরিজে পিছিয়ে পড়েছে মিরাজের দল। তাই আজকের ম্যাচে জয় ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশের সামনে। সিরিজে সমতা ফেরাতে হলে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ইনিংস খেলার পাশাপাশি বোলারদেরও সঠিক লাইন-লেংথে বোলিং করতে হবে।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে আছেন: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে দলকে চাপে পড়তে হয়েছিল। লঙ্কান স্পিন আক্রমণের বিপক্ষে টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ে, যা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই আজকের ম্যাচে ব্যাটিং অর্ডারে স্থিরতা আনার পাশাপাশি মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর জোর দিচ্ছেন টিম ম্যানেজমেন্ট।

পাল্লেকেলেতে শুরু হওয়া এই ম্যাচে পিচ কিছুটা ধীরগতির হলেও প্রথমে ব্যাটিং করলে সুবিধা পাওয়া যাবে বলে ধারণা করছেন মিরাজ। সেই কৌশল মাথায় রেখেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত।

বাংলাদেশ যদি আজ জিততে পারে, তাহলে শেষ ওয়ানডেকে পরিণত হবে সিরিজ নির্ধারণী ম্যাচে। ফলে দলের লক্ষ্য একটাই যে করেই হোক এই ম্যাচ নিজেদের করে সিরিজে টিকে থাকা।

নিউজটি শেয়ার করুন

সিরিজ বাঁচাতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, দলে দুই পরিবর্তন

আপডেট সময় ০৪:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

 

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস ভাগ্যে হাসি ফুটিয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। পাল্লেকেলেতে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম ম্যাচে ৭৭ রানের বড় ব্যবধানে পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে সফরকারীরা।

প্রথম ওয়ানডের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। ইনজুরিতে পড়া পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ। অন্যদিকে ব্যাটিং অর্ডারে এসেছে আরেকটি পরিবর্তন ফর্মহীন লিটন দাসের জায়গায় সুযোগ পেয়েছেন মিডল অর্ডারের ব্যাটার শামীম হোসেন।

প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দুর্বল পারফরম্যান্সের কারণে সিরিজে পিছিয়ে পড়েছে মিরাজের দল। তাই আজকের ম্যাচে জয় ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশের সামনে। সিরিজে সমতা ফেরাতে হলে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ইনিংস খেলার পাশাপাশি বোলারদেরও সঠিক লাইন-লেংথে বোলিং করতে হবে।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে আছেন: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে দলকে চাপে পড়তে হয়েছিল। লঙ্কান স্পিন আক্রমণের বিপক্ষে টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ে, যা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই আজকের ম্যাচে ব্যাটিং অর্ডারে স্থিরতা আনার পাশাপাশি মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর জোর দিচ্ছেন টিম ম্যানেজমেন্ট।

পাল্লেকেলেতে শুরু হওয়া এই ম্যাচে পিচ কিছুটা ধীরগতির হলেও প্রথমে ব্যাটিং করলে সুবিধা পাওয়া যাবে বলে ধারণা করছেন মিরাজ। সেই কৌশল মাথায় রেখেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত।

বাংলাদেশ যদি আজ জিততে পারে, তাহলে শেষ ওয়ানডেকে পরিণত হবে সিরিজ নির্ধারণী ম্যাচে। ফলে দলের লক্ষ্য একটাই যে করেই হোক এই ম্যাচ নিজেদের করে সিরিজে টিকে থাকা।