০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা

প্রেমাদাসায় তাসকিন–তানজিমের বোলিং তোপে ২৪৪ রানে থামল লঙ্কানরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 73

ছবি সংগৃহীত

 

 

ইনজুরি কাটিয়ে দলে ফিরেই আলো ছড়ালেন তাসকিন আহমেদ। তার সঙ্গে বল হাতে সমান তালে জ্বলে উঠলেন তানজিম হাসান সাকিবও। এই দুই পেসারের তোপের মুখে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরি সত্ত্বেও ২৪৪ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

বুধবার (২ জুলাই) প্রেমাদাসায় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান করে স্বাগতিকরা। টাইগারদের হয়ে ৪৭ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন তাসকিন। তানজিম সাকিব নেন ৩ উইকেট, দেন ৪৬ রান। লঙ্কানদের পক্ষে একাই লড়াই চালিয়ে যান আসালাঙ্কা, ১২৩ বল মোকাবেলায় ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

এর আগে, ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে দিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্যেই শুরু থেকে আক্রমণাত্মক ছিল টাইগাররা। শ্রীলঙ্কা মাত্র ২৯ রানে হারায় প্রথম ৩ উইকেট। তানজিমের গতিময় বাউন্সারে ৮ বলে ০ রানে ধরা পড়েন পাথুম নিশাঙ্কা। এরপর তাসকিনের জোড়া আঘাতে ফিরে যান নিশান মাদুশকা (৬) ও কামিন্দু মেন্ডিস (০)।

এরপর চতুর্থ উইকেটে কুশল মেন্ডিস ও আসালাঙ্কা কিছুটা প্রতিরোধ গড়েন। দুজন মিলে ৭০ রানের জুটি গড়েন। সেই জুটি ভাঙেন অভিষিক্ত স্পিনার তানভীর ইসলাম, ৪৫ রান করা কুশলকে এলবিডব্লিউতে ফেরান তিনি।

পরে আসালাঙ্কা ও লিয়ানাগে মিলে আরও ৬৪ রানের জুটি গড়লেও শান্তর আনা পার্টটাইম বোলিংয়ে লিয়ানাগে (২৯) ক্যাচ দিয়ে ফিরে যান।

আসালাঙ্কা একপ্রান্ত আগলে রেখে ষষ্ঠ উইকেটে ৩৯ রানের জুটি গড়েন মিলান রত্নানায়েকের সঙ্গে। মিলানকে ২২ রানে বোল্ড করেন তানজিম সাকিব। এরপর তাসকিন ফেরান হাসারাঙ্গা (২২) এবং থিকশানা (১)-কে।

শেষ পর্যন্ত আসালাঙ্কা তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিলেও, দলের স্কোর বড় করতে পারেননি। শেষ ওভারে তানজিমের বলে ধরা পড়েন তিনি, যার পরই ২৪৪ রানে থামে লঙ্কানদের ইনিংস।

প্রেমাদাসায় বাংলাদেশের বিপক্ষে আগে ১০টি ওয়ানডে খেলেও একটিতে জয় পায়নি শ্রীলঙ্কা। এবার সেই জুজু কাটানোর সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে।

নিউজটি শেয়ার করুন

প্রেমাদাসায় তাসকিন–তানজিমের বোলিং তোপে ২৪৪ রানে থামল লঙ্কানরা

আপডেট সময় ০৭:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

ইনজুরি কাটিয়ে দলে ফিরেই আলো ছড়ালেন তাসকিন আহমেদ। তার সঙ্গে বল হাতে সমান তালে জ্বলে উঠলেন তানজিম হাসান সাকিবও। এই দুই পেসারের তোপের মুখে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরি সত্ত্বেও ২৪৪ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

বুধবার (২ জুলাই) প্রেমাদাসায় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান করে স্বাগতিকরা। টাইগারদের হয়ে ৪৭ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন তাসকিন। তানজিম সাকিব নেন ৩ উইকেট, দেন ৪৬ রান। লঙ্কানদের পক্ষে একাই লড়াই চালিয়ে যান আসালাঙ্কা, ১২৩ বল মোকাবেলায় ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

এর আগে, ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে দিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্যেই শুরু থেকে আক্রমণাত্মক ছিল টাইগাররা। শ্রীলঙ্কা মাত্র ২৯ রানে হারায় প্রথম ৩ উইকেট। তানজিমের গতিময় বাউন্সারে ৮ বলে ০ রানে ধরা পড়েন পাথুম নিশাঙ্কা। এরপর তাসকিনের জোড়া আঘাতে ফিরে যান নিশান মাদুশকা (৬) ও কামিন্দু মেন্ডিস (০)।

এরপর চতুর্থ উইকেটে কুশল মেন্ডিস ও আসালাঙ্কা কিছুটা প্রতিরোধ গড়েন। দুজন মিলে ৭০ রানের জুটি গড়েন। সেই জুটি ভাঙেন অভিষিক্ত স্পিনার তানভীর ইসলাম, ৪৫ রান করা কুশলকে এলবিডব্লিউতে ফেরান তিনি।

পরে আসালাঙ্কা ও লিয়ানাগে মিলে আরও ৬৪ রানের জুটি গড়লেও শান্তর আনা পার্টটাইম বোলিংয়ে লিয়ানাগে (২৯) ক্যাচ দিয়ে ফিরে যান।

আসালাঙ্কা একপ্রান্ত আগলে রেখে ষষ্ঠ উইকেটে ৩৯ রানের জুটি গড়েন মিলান রত্নানায়েকের সঙ্গে। মিলানকে ২২ রানে বোল্ড করেন তানজিম সাকিব। এরপর তাসকিন ফেরান হাসারাঙ্গা (২২) এবং থিকশানা (১)-কে।

শেষ পর্যন্ত আসালাঙ্কা তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিলেও, দলের স্কোর বড় করতে পারেননি। শেষ ওভারে তানজিমের বলে ধরা পড়েন তিনি, যার পরই ২৪৪ রানে থামে লঙ্কানদের ইনিংস।

প্রেমাদাসায় বাংলাদেশের বিপক্ষে আগে ১০টি ওয়ানডে খেলেও একটিতে জয় পায়নি শ্রীলঙ্কা। এবার সেই জুজু কাটানোর সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে।