০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা

ব্রিজটাউন টেস্ট তিন দিনেই শেষ, হেড-হ্যাজলউডের দাপটে অস্ট্রেলিয়ার সহজ জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 72

ছবি সংগৃহীত

 

শেষ ইনিংসে বল হাতে আলো ছড়িয়েছেন জশ হ্যাজলউড, শিকার করেছেন ৫টি উইকেট। ম্যাচের শেষ দিকে শামার জোসেফ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন, একবার সীমানায় তার ক্যাচ ফেলে দেন স্যাম কনস্টাস। জাস্টিন গ্রিভস তখনো ধৈর্য ধরে লড়ছিলেন। মনে হচ্ছিল, হয়তো খেলা চতুর্থ দিন পর্যন্ত গড়াবে। কিন্তু নাথান লায়নের ওভারে পরপর দুই ক্যাচ ধরিয়ে সাজঘরে ফেরেন জোসেফ ও জেইডেন সিলস, সেখানেই ম্যাচের ইতি ঘটে।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে ম্যাচ নিজেদের দিকে নেয় অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেটে হেড ও বো ওয়েবস্টারের জুটিতে আসে ১০২ রান। হেড করেন ৬১, ওয়েবস্টার ৬৩ এবং উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ৬৫ রান যোগ করেন। ফলে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩১০ রান, যেখানে প্রথম ইনিংসে তারা থেমেছিল ১৮০ রানে।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ দুই ইনিংসেই নজর কেড়েছেন। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন ৫টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া পঞ্চম বোলার হিসেবে জায়গা করে নিলেন তিনি। এর আগে এই তালিকায় ছিলেন টম রিচার্ডসন, চার্লি লিউয়েলিন, ফ্যাঙ্ক ফস্টার এবং ফজল মাহমুদ।

হারের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ হতাশা গোপন করেননি। ফিল্ডিং ব্যর্থতাকেই দায়ী করে বলেছেন, “ফিল্ডিং আমাদের পিছিয়ে দিয়েছে। সুযোগ কাজে লাগাতে পারিনি, এ পর্যায়ে এমন ভুলের জায়গা নেই।”

অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্সও সন্তুষ্ট, তিনি বলেছেন, “আমাদের লক্ষ্য ছিল ২০০ রানের লিড দেওয়া, তবে যেভাবে ব্যাটিং করেছি, সেটি আমাদের অনেক বেশি স্বস্তি এনে দিয়েছে।”

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ১৮০ ও ৩১০ (ক্যারি ৬৫, ওয়েবস্টার ৬৩, হেড ৬১; শামার জোসেফ ৫/৮৭)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯০ ও ১৪১ (শামার জোসেফ ৪৪, গ্রিভস ৩৮*; হ্যাজলউড ৫/৪৩)
ফল: অস্ট্রেলিয়া জয়ী ১৫৯ রানে।
ম্যাচসেরা: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

 

নিউজটি শেয়ার করুন

ব্রিজটাউন টেস্ট তিন দিনেই শেষ, হেড-হ্যাজলউডের দাপটে অস্ট্রেলিয়ার সহজ জয়

আপডেট সময় ১০:০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

 

শেষ ইনিংসে বল হাতে আলো ছড়িয়েছেন জশ হ্যাজলউড, শিকার করেছেন ৫টি উইকেট। ম্যাচের শেষ দিকে শামার জোসেফ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন, একবার সীমানায় তার ক্যাচ ফেলে দেন স্যাম কনস্টাস। জাস্টিন গ্রিভস তখনো ধৈর্য ধরে লড়ছিলেন। মনে হচ্ছিল, হয়তো খেলা চতুর্থ দিন পর্যন্ত গড়াবে। কিন্তু নাথান লায়নের ওভারে পরপর দুই ক্যাচ ধরিয়ে সাজঘরে ফেরেন জোসেফ ও জেইডেন সিলস, সেখানেই ম্যাচের ইতি ঘটে।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে ম্যাচ নিজেদের দিকে নেয় অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেটে হেড ও বো ওয়েবস্টারের জুটিতে আসে ১০২ রান। হেড করেন ৬১, ওয়েবস্টার ৬৩ এবং উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ৬৫ রান যোগ করেন। ফলে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩১০ রান, যেখানে প্রথম ইনিংসে তারা থেমেছিল ১৮০ রানে।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ দুই ইনিংসেই নজর কেড়েছেন। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন ৫টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া পঞ্চম বোলার হিসেবে জায়গা করে নিলেন তিনি। এর আগে এই তালিকায় ছিলেন টম রিচার্ডসন, চার্লি লিউয়েলিন, ফ্যাঙ্ক ফস্টার এবং ফজল মাহমুদ।

হারের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ হতাশা গোপন করেননি। ফিল্ডিং ব্যর্থতাকেই দায়ী করে বলেছেন, “ফিল্ডিং আমাদের পিছিয়ে দিয়েছে। সুযোগ কাজে লাগাতে পারিনি, এ পর্যায়ে এমন ভুলের জায়গা নেই।”

অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্সও সন্তুষ্ট, তিনি বলেছেন, “আমাদের লক্ষ্য ছিল ২০০ রানের লিড দেওয়া, তবে যেভাবে ব্যাটিং করেছি, সেটি আমাদের অনেক বেশি স্বস্তি এনে দিয়েছে।”

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ১৮০ ও ৩১০ (ক্যারি ৬৫, ওয়েবস্টার ৬৩, হেড ৬১; শামার জোসেফ ৫/৮৭)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯০ ও ১৪১ (শামার জোসেফ ৪৪, গ্রিভস ৩৮*; হ্যাজলউড ৫/৪৩)
ফল: অস্ট্রেলিয়া জয়ী ১৫৯ রানে।
ম্যাচসেরা: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।