ফুটবল খেলা
পেনাল্টি ও লাল কার্ডের নাটকীয়তায় রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা
স্প্যানিশ সুপার কাপ জিতে আবারও শিরোপার মুকুটে নতুন পালক যোগ করল বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় রোববার রাতের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে হান্সি ফ্লিকের শিষ্যরা টুর্নামেন্টের ১৫তম ট্রফি ঘরে তুলেছে। এই জয়ের মাধ্যমে প্রতিযোগিতার সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড আরও শক্তিশালী করল কাতালান ক্লাবটি।
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও বার্সেলোনা প্রথমার্ধেই চার গোল করে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি গোল করে স্কোরলাইন ৫-১ করলেও গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনির লাল কার্ডে কিছুটা চাপে পড়ে দলটি। রদ্রিগোর এক গোল রিয়ালের হার কমালেও ম্যাচের মোড় আর ঘুরে দাঁড়াতে পারেনি।
এই জয়ের অন্যতম নায়ক ছিলেন রাফিনিয়া। দুটি গোলের পাশাপাশি দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। লেভানদোভস্কি, লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দেও একটি করে গোল করেন। এই জয়ে বার্সেলোনা ইতিহাসে প্রথমবারের মতো টানা দুটি ক্লাসিকোতে অন্তত চার গোল করার কৃতিত্ব দেখাল।
বার্সার জন্য এটি শুধুই শিরোপা নয়, বরং প্রতিশোধের মিষ্টি স্বাদও। গত মৌসুমে একই টুর্নামেন্টের ফাইনালে রিয়ালের বিপক্ষে ৪-১ গোলে হারের তিক্ত স্মৃতি মুছে দিল তারা।
নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে এটিই বার্সেলোনার প্রথম বড় শিরোপা। বছরের শুরুতে জয়ের ধারায় ফিরতে পারা বার্সার জন্য আশার সঞ্চার করেছে। নতুন বছরে খেলা তিন ম্যাচেই জয় তুলে নিয়ে তারা আভাস দিচ্ছে আরও সফলতার।