০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
শিরোনাম :
গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার পানি ব্যবস্থাপনা নিয়ে ইরাক–তুরস্ক সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০ অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই হার্ট অ্যাটাকে রিয়াল সমর্থকের মৃত্যু জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন হার্ড-হিটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 48

ছবি সংগৃহীত

 

 

অস্ট্রেলিয়ার হার্ড-হিটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার এখন পুরোপুরি মনোযোগ দিতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে।

বিজ্ঞাপন

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাতেও অনুষ্ঠিত হবে। সেই আসরকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল। পাশাপাশি বিগ ব্যাশ লিগ ও অন্যান্য বৈশ্বিক টি-টোয়েন্টি টুর্নামেন্টেও মনোযোগ দিতে চান তিনি।

২০১২ সালে ওয়ানডে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। করেছেন ৩৯৯০ রান। রয়েছে ৪টি শতক ও ২৩টি অর্ধশতক। তার স্ট্রাইক রেট ১২৬—যা ওয়ানডে ইতিহাসে আন্দ্রে রাসেলের পর দ্বিতীয় সর্বোচ্চ। বল হাতেও রেখেছেন উল্লেখযোগ্য অবদান—শিকার করেছেন ৭৭টি উইকেট।

তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার খেলা ২০১ রানের ইনিংসটি ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ৯১ রানে ৭ উইকেট পড়া দলের হাল ধরেছিলেন একার হাতে। সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই সেই ইনিংসকে ‘ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস’ বলেও আখ্যা দিয়েছেন। বিশ্বকাপের ফাইনালেও অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তোলে।

অবসরের কারণ জানিয়ে ম্যাক্সওয়েল বলেন, “আমার মনে হচ্ছিল, শারীরিক দিক থেকে আমি আগের মতো আর ওয়ানডেতে অবদান রাখতে পারছি না। নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আমার ভালো আলোচনা হয়েছে। আমরা ২০২৭ বিশ্বকাপ নিয়ে কথা বলেছি। আমি তাকে বলেছি, আমার মনে হয় না আমি তখনও খেলতে পারব। তাই আমার পজিশনে নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত।”

অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলিও ম্যাক্সওয়েলের প্রশংসা করে বলেন, “সে শুধু ব্যাটসম্যান নয়, বল হাতে ও ফিল্ডিংয়েও দুর্দান্ত। তার উৎসাহ, প্রতিভা এবং দেশের প্রতি কমিটমেন্ট তাকে আলাদা করেছে।”

তিনি আরও বলেন, “ভাগ্যক্রমে আমরা এখনো তাকে টি-টোয়েন্টি ফরম্যাটে পাচ্ছি। আশা করি, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাক্সওয়েল বড় ভূমিকা রাখবে।”

টি-টোয়েন্টিতে ম্যাক্সওয়েলের বিধ্বংসী রূপ নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। এবার সেই পথেই এগোতে চান ‘বিগ শো’ ম্যাক্সওয়েল।

নিউজটি শেয়ার করুন

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন হার্ড-হিটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল

আপডেট সময় ০১:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

 

 

অস্ট্রেলিয়ার হার্ড-হিটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার এখন পুরোপুরি মনোযোগ দিতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে।

বিজ্ঞাপন

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাতেও অনুষ্ঠিত হবে। সেই আসরকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল। পাশাপাশি বিগ ব্যাশ লিগ ও অন্যান্য বৈশ্বিক টি-টোয়েন্টি টুর্নামেন্টেও মনোযোগ দিতে চান তিনি।

২০১২ সালে ওয়ানডে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। করেছেন ৩৯৯০ রান। রয়েছে ৪টি শতক ও ২৩টি অর্ধশতক। তার স্ট্রাইক রেট ১২৬—যা ওয়ানডে ইতিহাসে আন্দ্রে রাসেলের পর দ্বিতীয় সর্বোচ্চ। বল হাতেও রেখেছেন উল্লেখযোগ্য অবদান—শিকার করেছেন ৭৭টি উইকেট।

তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার খেলা ২০১ রানের ইনিংসটি ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ৯১ রানে ৭ উইকেট পড়া দলের হাল ধরেছিলেন একার হাতে। সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই সেই ইনিংসকে ‘ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস’ বলেও আখ্যা দিয়েছেন। বিশ্বকাপের ফাইনালেও অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তোলে।

অবসরের কারণ জানিয়ে ম্যাক্সওয়েল বলেন, “আমার মনে হচ্ছিল, শারীরিক দিক থেকে আমি আগের মতো আর ওয়ানডেতে অবদান রাখতে পারছি না। নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আমার ভালো আলোচনা হয়েছে। আমরা ২০২৭ বিশ্বকাপ নিয়ে কথা বলেছি। আমি তাকে বলেছি, আমার মনে হয় না আমি তখনও খেলতে পারব। তাই আমার পজিশনে নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত।”

অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলিও ম্যাক্সওয়েলের প্রশংসা করে বলেন, “সে শুধু ব্যাটসম্যান নয়, বল হাতে ও ফিল্ডিংয়েও দুর্দান্ত। তার উৎসাহ, প্রতিভা এবং দেশের প্রতি কমিটমেন্ট তাকে আলাদা করেছে।”

তিনি আরও বলেন, “ভাগ্যক্রমে আমরা এখনো তাকে টি-টোয়েন্টি ফরম্যাটে পাচ্ছি। আশা করি, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাক্সওয়েল বড় ভূমিকা রাখবে।”

টি-টোয়েন্টিতে ম্যাক্সওয়েলের বিধ্বংসী রূপ নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। এবার সেই পথেই এগোতে চান ‘বিগ শো’ ম্যাক্সওয়েল।