০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

পাঁচ লিগে শ্রেষ্ঠত্বে গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপ্পে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 95

ছবি সংগৃহীত

 

ইউরোপের শীর্ষ পাঁচ ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতাকে প্রতি বছর দেওয়া হয় মর্যাদাপূর্ণ ইউরোপিয়ান গোল্ডেন শু। চলতি মৌসুমে এই প্রতিযোগিতায় লড়েছেন ভিক্টর গয়োকেরেস ও মোহাম্মদ সালাহের মতো তারকারা। কিন্তু সবাইকে ছাড়িয়ে এবার এই পুরস্কার জিতে নিয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

গত গ্রীষ্মে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। রিয়ালের হয়ে প্রথম মৌসুমেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিনি নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো এই সম্মান অর্জন করলেন। অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতায় ৫৫টি ম্যাচ খেলে এমবাপ্পে গোল করেছেন ৪২টি। এর মধ্যে লা লিগায় তার গোল সংখ্যা ৩১টি।

অন্যদিকে, পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির হয়ে ভিক্টর গয়োকেরেস করেছেন ৩৯টি গোল, যা সংখ্যায় এমবাপ্পের চেয়ে বেশি হলেও, গোলের মান অনুযায়ী পিছিয়ে পড়েছেন তিনি। কারণ ইউরোপের শীর্ষ পাঁচ লিগে করা প্রতিটি গোলের জন্য ২ পয়েন্ট হিসেব করা হয়, যেখানে অন্যান্য লিগে ১.৫ পয়েন্ট ধরা হয়।

এই নিয়ম অনুযায়ী এমবাপ্পের লা লিগায় ৩১টি গোলের জন্য তিনি পেয়েছেন ৬২ পয়েন্ট, যা তাকে এনে দিয়েছে গোল্ডেন শু পুরস্কার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গয়োকেরেস পেয়েছেন ৫৮.৫ পয়েন্ট, আর লিভারপুল তারকা মোহাম্মদ সালাহের অর্জন ৫৮ পয়েন্ট।

এই কৃতিত্বের মাধ্যমে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে গোল্ডেন শু জিতলেন। তার আগে হুগো সানচেজ (১৯৮৯-৯০ মৌসুমে) এবং ক্রিস্টিয়ানো রোনালদো (২০১০-১১, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে) এই পুরস্কার ঘরে তুলেছিলেন।

ক্লাব পরিবর্তনের পর প্রথম মৌসুমেই এমন একটি উল্লেখযোগ্য অর্জন এমবাপ্পের ফুটবল ক্যারিয়ারের জন্য এক নতুন উচ্চতা। এখন দেখা যাক, রিয়াল মাদ্রিদের হয়ে ভবিষ্যতে আরও কত সাফল্য নিজের ঝুলিতে তুলতে পারেন এই ফরাসি তারকা।

নিউজটি শেয়ার করুন

পাঁচ লিগে শ্রেষ্ঠত্বে গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপ্পে

আপডেট সময় ০৩:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

 

ইউরোপের শীর্ষ পাঁচ ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতাকে প্রতি বছর দেওয়া হয় মর্যাদাপূর্ণ ইউরোপিয়ান গোল্ডেন শু। চলতি মৌসুমে এই প্রতিযোগিতায় লড়েছেন ভিক্টর গয়োকেরেস ও মোহাম্মদ সালাহের মতো তারকারা। কিন্তু সবাইকে ছাড়িয়ে এবার এই পুরস্কার জিতে নিয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

গত গ্রীষ্মে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। রিয়ালের হয়ে প্রথম মৌসুমেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিনি নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো এই সম্মান অর্জন করলেন। অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতায় ৫৫টি ম্যাচ খেলে এমবাপ্পে গোল করেছেন ৪২টি। এর মধ্যে লা লিগায় তার গোল সংখ্যা ৩১টি।

অন্যদিকে, পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির হয়ে ভিক্টর গয়োকেরেস করেছেন ৩৯টি গোল, যা সংখ্যায় এমবাপ্পের চেয়ে বেশি হলেও, গোলের মান অনুযায়ী পিছিয়ে পড়েছেন তিনি। কারণ ইউরোপের শীর্ষ পাঁচ লিগে করা প্রতিটি গোলের জন্য ২ পয়েন্ট হিসেব করা হয়, যেখানে অন্যান্য লিগে ১.৫ পয়েন্ট ধরা হয়।

এই নিয়ম অনুযায়ী এমবাপ্পের লা লিগায় ৩১টি গোলের জন্য তিনি পেয়েছেন ৬২ পয়েন্ট, যা তাকে এনে দিয়েছে গোল্ডেন শু পুরস্কার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গয়োকেরেস পেয়েছেন ৫৮.৫ পয়েন্ট, আর লিভারপুল তারকা মোহাম্মদ সালাহের অর্জন ৫৮ পয়েন্ট।

এই কৃতিত্বের মাধ্যমে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে গোল্ডেন শু জিতলেন। তার আগে হুগো সানচেজ (১৯৮৯-৯০ মৌসুমে) এবং ক্রিস্টিয়ানো রোনালদো (২০১০-১১, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে) এই পুরস্কার ঘরে তুলেছিলেন।

ক্লাব পরিবর্তনের পর প্রথম মৌসুমেই এমন একটি উল্লেখযোগ্য অর্জন এমবাপ্পের ফুটবল ক্যারিয়ারের জন্য এক নতুন উচ্চতা। এখন দেখা যাক, রিয়াল মাদ্রিদের হয়ে ভবিষ্যতে আরও কত সাফল্য নিজের ঝুলিতে তুলতে পারেন এই ফরাসি তারকা।