ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামী জুনে নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন অধ্যাপক ইউনূস পাকিস্তান সফরে ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মাঠে নামছে টাইগাররা ৩ মাসে নির্বাচন সম্ভব, ১০ মাসেও দেয়া হচ্ছে না নির্বাচন: তারেক রহমান দেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: বিমানবাহিনী প্রধান স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীবাহী নৌকাডুবি: নারী ও শিশুসহ নিহত ৭ ফিলিস্তিনে কলম্বিয়ার প্রথম রাষ্ট্রদূত নিয়োগ: মধ্যপ্রাচ্য সংকটে নতুন কূটনৈতিক মাত্রা টেকনাফে যৌথবাহিনীর অভিযান, ১২ কোটির ইয়াবা ও আইস উদ্ধার সুব্রত বাইনসহ চারজন ১৪ দিনের রিমান্ডে সরকারের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত পচন ধরেছে: বিএনপির মহাসমাবেশে মির্জা আব্বাস

লেওয়ান্ডোভস্কির জোড়া গোলে জয় দিয়ে মৌসুম শেষ করলো বার্সেলোনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 10

ছবি সংগৃহীত

 

 

লা লিগার শিরোপা আগেই নিশ্চিত হওয়ায় মৌসুমের শেষ ম্যাচটি ছিল বার্সেলোনার জন্য শুধুই আনুষ্ঠানিকতা। তবে মাঠে নেমে তারা সেটিকে রাঙিয়ে তুলল জয়ে। রবিবার (২৫ মে) সান মেমেসে আতলেতিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সেলোনা। ম্যাচের ৭ মিনিটে বিলবাও একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপরই খেলা জমে ওঠে। পরের ১০ মিনিটের ব্যবধানে বার্সার আক্রমণভাগের প্রাণ রবার্ট লেওয়ান্ডোভস্কি দুটি গোল করে দলকে এগিয়ে দেন।

১৪ মিনিটে ফারমিন লোপেজের নিখুঁত পাসে প্রতিপক্ষ গোলরক্ষকের মুখোমুখি হয়ে বল জালে জড়ান লেওয়ান্ডোভস্কি। এ গোলটি ছিল বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে তার শততম গোল। মাত্র চার মিনিট পর আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি, যা ছিল চলতি মৌসুমে তার ২৭তম গোল।

তবে পিচিচি ট্রফির দৌড়ে এবার আর এগিয়ে থাকতে পারলেন না লেওয়ান্ডোভস্কি। কারণ রিয়াল মাদ্রিদের হয়ে নিজের অভিষেক মৌসুমেই কিলিয়ান এমবাপ্পে করেছেন ৩১ গোল, ফলে সর্বোচ্চ গোলদাতার ট্রফিটি এবার তার হাতেই উঠছে। উল্লেখ্য, ২০২২-২৩ মৌসুমে বার্সায় প্রথমবার খেলতে নেমেই লেওয়ান্ডোভস্কি করেছিলেন ২৩ গোল এবং সেবার তিনি পেয়েছিলেন পিচিচি ট্রফি।

ম্যাচের শেষদিকে যোগ করা সময়ে পেনাল্টি পায় বার্সা। বক্সের ভেতর ফাউলের শিকার হন এক খেলোয়াড়, আর স্পট কিক থেকে গোল করেন দানি অলমো।

এই জয়ের মাধ্যমে ৮৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থেকে মৌসুম শেষ করল বার্সেলোনা। ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ (৭৬), বিলবাও ও ভিয়ারিয়াল দু’দলেরই পয়েন্ট ৭০।

ইউরোপা লিগে অংশ নেবে রিয়াল বেতিস (৬০ পয়েন্ট) এবং সেল্টা ভিগো (৫৫ পয়েন্ট)।

মৌসুম শেষ হলেও বার্সেলোনার পারফরম্যান্সে ছিল দারুণ ছন্দ। বিশেষ করে লেওয়ান্ডোভস্কির ধারাবাহিকতা ভবিষ্যতের জন্য আশার আলো জ্বেলে রাখল।

নিউজটি শেয়ার করুন

লেওয়ান্ডোভস্কির জোড়া গোলে জয় দিয়ে মৌসুম শেষ করলো বার্সেলোনা

আপডেট সময় ১১:৪৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

 

 

লা লিগার শিরোপা আগেই নিশ্চিত হওয়ায় মৌসুমের শেষ ম্যাচটি ছিল বার্সেলোনার জন্য শুধুই আনুষ্ঠানিকতা। তবে মাঠে নেমে তারা সেটিকে রাঙিয়ে তুলল জয়ে। রবিবার (২৫ মে) সান মেমেসে আতলেতিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সেলোনা। ম্যাচের ৭ মিনিটে বিলবাও একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপরই খেলা জমে ওঠে। পরের ১০ মিনিটের ব্যবধানে বার্সার আক্রমণভাগের প্রাণ রবার্ট লেওয়ান্ডোভস্কি দুটি গোল করে দলকে এগিয়ে দেন।

১৪ মিনিটে ফারমিন লোপেজের নিখুঁত পাসে প্রতিপক্ষ গোলরক্ষকের মুখোমুখি হয়ে বল জালে জড়ান লেওয়ান্ডোভস্কি। এ গোলটি ছিল বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে তার শততম গোল। মাত্র চার মিনিট পর আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি, যা ছিল চলতি মৌসুমে তার ২৭তম গোল।

তবে পিচিচি ট্রফির দৌড়ে এবার আর এগিয়ে থাকতে পারলেন না লেওয়ান্ডোভস্কি। কারণ রিয়াল মাদ্রিদের হয়ে নিজের অভিষেক মৌসুমেই কিলিয়ান এমবাপ্পে করেছেন ৩১ গোল, ফলে সর্বোচ্চ গোলদাতার ট্রফিটি এবার তার হাতেই উঠছে। উল্লেখ্য, ২০২২-২৩ মৌসুমে বার্সায় প্রথমবার খেলতে নেমেই লেওয়ান্ডোভস্কি করেছিলেন ২৩ গোল এবং সেবার তিনি পেয়েছিলেন পিচিচি ট্রফি।

ম্যাচের শেষদিকে যোগ করা সময়ে পেনাল্টি পায় বার্সা। বক্সের ভেতর ফাউলের শিকার হন এক খেলোয়াড়, আর স্পট কিক থেকে গোল করেন দানি অলমো।

এই জয়ের মাধ্যমে ৮৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থেকে মৌসুম শেষ করল বার্সেলোনা। ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ (৭৬), বিলবাও ও ভিয়ারিয়াল দু’দলেরই পয়েন্ট ৭০।

ইউরোপা লিগে অংশ নেবে রিয়াল বেতিস (৬০ পয়েন্ট) এবং সেল্টা ভিগো (৫৫ পয়েন্ট)।

মৌসুম শেষ হলেও বার্সেলোনার পারফরম্যান্সে ছিল দারুণ ছন্দ। বিশেষ করে লেওয়ান্ডোভস্কির ধারাবাহিকতা ভবিষ্যতের জন্য আশার আলো জ্বেলে রাখল।