রামনের নাটকীয় গোলে মায়োর্কার বিপক্ষে রিয়ালের জয়, টিকে রাইল শিরোপার আশা

- আপডেট সময় ১০:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / 39
সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে এক নাটকীয় ম্যাচে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপা দৌড়ে টিকে রইল রিয়াল মাদ্রিদ। ম্যাচের অতিরিক্ত সময়ে তরুণ ডিফেন্ডার রামনের জয়সূচক গোলে মিলেছে এই মূল্যবান তিন পয়েন্ট।
তবে রিয়ালের ভাগ্য এখন আর তাদের হাতে নেই। বৃহস্পতিবার বার্সেলোনা যদি ওসাসুনার বিপক্ষে জয় পায়, তাহলে লিগ শিরোপা নিশ্চিত হবে তাদেরই।
ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের একাদশ সাজানো কঠিন হয়ে দাঁড়ায়। তারপরও এমবাপ্পে ও এন্ড্রিকদের নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। কিন্তু ম্যাচের শুরুতেই হোঁচট খায় তারা।
১১তম মিনিটে মায়োর্কার মার্টিন ভালেন্ট ডি-বক্স থেকে দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে দেন। রিয়ালের গোলরক্ষক সেই শট ঠেকাতে ব্যর্থ হন।
গোল হজমের পর থেকেই রিয়াল একের পর এক আক্রমণ চালাতে থাকে। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। প্রতিপক্ষ গোলরক্ষক রোমানের একাধিক দুর্দান্ত সেভে হতাশ হতে হয় এমবাপ্পে-এন্ড্রিকদের।
দ্বিতীয়ার্ধে এসে ফিরে আসে রিয়াল। ৬৮তম মিনিটে দলকে সমতায় ফেরান লা লিগার চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। এটি তার এবারের লিগে ২৮তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০তম গোল।
এরপরও গোলের জন্য লড়াই চালিয়ে যায় রিয়াল। কিন্তু বারবার বাধা হয়ে দাঁড়ায় মায়োর্কার রক্ষণভাগ। যখন মনে হচ্ছিল, ম্যাচ ড্রতেই শেষ হবে এবং বার্সেলোনা আগেভাগেই শিরোপা জয়ের আনন্দে ভাসবে, ঠিক তখনই বদলে যায় সব।
বাড়ানো সময়ের পঞ্চম মিনিটে রিয়ালের ২০ বছর বয়সী তরুণ ডিফেন্ডার রামন গোল করে দলকে এনে দেন জয়। এটি ছিল তার সিনিয়র দলের হয়ে দ্বিতীয় ম্যাচ এবং তাতেই তিনি হয়ে গেলেন রিয়ালের নায়ক।
এই জয়ে ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনা ৩৫ ম্যাচে সংগ্রহ করেছে ৮২ পয়েন্ট। এখন সব নজর থাকবে বৃহস্পতিবার ওসাসুনার বিপক্ষে কাতালানদের ম্যাচের দিকে।