দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ ‘এ’ দল

- আপডেট সময় ০৬:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 37
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৮৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই নজরকাড়া নৈপুণ্য দেখিয়েছে স্বাগতিকরা।
আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। ইনিংসের মূল নায়ক ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসান সোহান। দুজনেই হাঁকান দৃষ্টিনন্দন সেঞ্চুরি।
সোহান ১০১ বলে ৭টি চার ও ৭টি ছক্কায় খেলেন ১১২ রানের ক্যাপ্টেনস নক। অঙ্কনও খেলেন দারুণ এক ইনিংস ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় করেন ১০৫ রান। এছাড়া মোহাম্মদ নাঈম ৪০ ও এনামুল হক বিজয় করেন ৩৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও মাঝপথেই ধসে পড়ে কিউইদের ইনিংস। ৫২ রানের উদ্বোধনী জুটির পর হেফি ১৬ বলে মাত্র ৫ রানে মোসাদ্দেক হোসেনের শিকারে পরিণত হন। তবে অপর ওপেনার ডেলে ফিলিপস লড়াই চালিয়ে যান। ৫৪ বলে ১৪টি চার ও ২টি ছক্কায় করেন ৭৯ রান। তাকে শরিফুল বিদায় করলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনে নামে ধস।
পরবর্তী ১৭ রানের ব্যবধানে ৪টি উইকেট হারায় সফরকারীরা। মোসাদ্দেক ফেরান ম্যাথু বয়েল (১) ও অধিনায়ক নিক কেলি (১৪) কে। শামীম আউট করেন কার্টারকে (১৩)। এরপর ক্লার্কসন ও হে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তানভীর ও রেজাউর রাজার দাপটে তা ভেস্তে যায়। শেষদিকে ক্রিস্টিয়ান ক্লার্ক ৩৬ বলে ৬ চারে ৩৯ রানে অপরাজিত থাকলেও হারের ব্যবধান কমাতেই তা যথেষ্ট ছিল না।
৪৩.১ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৭ রানেই থামে কিউইদের ইনিংস। বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক ৩টি উইকেট নেন ৫০ রান খরচায়। শরিফুল, তানভীর ও শামীম নেন ২টি করে উইকেট, আর রেজাউর রাজা শিকার করেন একটি উইকেট।
প্রথম ম্যাচে উইকেটের দোহাই দিলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দাপটে নিউজিল্যান্ড ‘এ’ দলের সে অজুহাতও আর খাটল না। ব্যাটে-বলে দারুণ ধারাবাহিকতায় সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ ‘এ’।