‘নাইটহুড’ সম্মাননা পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
ক্রিকেটে অসাধারণ অবদানের জন্য ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন পাচ্ছেন নাইটহুড উপাধি। ২১ বছর ধরে ইংল্যান্ডের হয়ে খেলা অ্যান্ডারসন এবার তাঁর নামের সামনে যুক্ত করবেন স্যার জেমস অ্যান্ডারসন।
২০২৪ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে প্রথম টেস্টের মাধ্যমে ২১ বছরের ক্যারিয়ারের ইতি ঘটবে অ্যান্ডারসনের। কিংবদন্তি এই পেসার ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়েছেন।
যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বিদায়ী সম্মাননা তালিকায় জেমস অ্যান্ডারসন একমাত্র ক্রীড়াবিদ হিসেবে নাইট উপাধি পাচ্ছেন। ২১ বছরের ইংল্যান্ড ক্যারিয়ারের রেকর্ড-ব্রেকিং স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মান পাচ্ছেন।
অবসরের পর পরবর্তী টেস্ট থেকেই নতুন দায়িত্ব গ্রহণ করবেন অ্যান্ডারসন। পেস বোলিং কোচ হিসেবে ইংল্যান্ড দলে যোগ দিচ্ছেন তিনি। যদিও প্রাথমিকভাবে শুধুমাত্র ইংলিশ গ্রীষ্মে কাজ করার কথা ছিল, পরে পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরেও তাকে কোচের দায়িত্বে রেখে দিয়েছে ইংল্যান্ডের বোর্ড।