০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

জনগণের স্বার্থবিরোধী কাজের শাস্তি অনিবার্য, প্রমান ৫ অগাস্ট : তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 96

ছবি: সংগ্রহীত

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের স্বার্থবিরোধী কাজের শাস্তি অনিবার্য এবং এ ধরনের কাজ করলে ৫ আগস্টের মতো করুণ পরিণতি হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনায় বিএনপির কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তার চরম মাশুল গুনতে হবে।”

বিজ্ঞাপন

তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “বিএনপির ভাবমূর্তি যারা ক্ষুণ্ন করবে বা কোনো ধরনের চাঁদাবাজি ও অপকর্মে জড়াবে, তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। শুধু বহিষ্কার নয়, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে। অন্যায়ের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেব না।”

তারেক রহমান আরও বলেন, “অনেক ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে আমরা আজকের অবস্থানে পৌঁছেছি। এই অর্জন রক্ষা করার জন্য আমাদের দায়িত্ববান হতে হবে। নিজেদের স্বার্থের বাইরে দলের এবং দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “জনগণই বিএনপির প্রকৃত শক্তি। জনগণের আস্থা অর্জন এবং তা ধরে রাখা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরুন এবং তাদের পাশে থাকুন।”

তারেক রহমান জনগণের প্রতি বিএনপির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনমুখী সরকার গঠনে অঙ্গীকারবদ্ধ থাকবে। যারা এই প্রতিশ্রুতির পথে বাধা সৃষ্টি করবে, তারা দলে থাকতে পারবে না।”

নিউজটি শেয়ার করুন

জনগণের স্বার্থবিরোধী কাজের শাস্তি অনিবার্য, প্রমান ৫ অগাস্ট : তারেক রহমান

আপডেট সময় ১০:৩১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের স্বার্থবিরোধী কাজের শাস্তি অনিবার্য এবং এ ধরনের কাজ করলে ৫ আগস্টের মতো করুণ পরিণতি হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনায় বিএনপির কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তার চরম মাশুল গুনতে হবে।”

বিজ্ঞাপন

তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “বিএনপির ভাবমূর্তি যারা ক্ষুণ্ন করবে বা কোনো ধরনের চাঁদাবাজি ও অপকর্মে জড়াবে, তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। শুধু বহিষ্কার নয়, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে। অন্যায়ের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেব না।”

তারেক রহমান আরও বলেন, “অনেক ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে আমরা আজকের অবস্থানে পৌঁছেছি। এই অর্জন রক্ষা করার জন্য আমাদের দায়িত্ববান হতে হবে। নিজেদের স্বার্থের বাইরে দলের এবং দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “জনগণই বিএনপির প্রকৃত শক্তি। জনগণের আস্থা অর্জন এবং তা ধরে রাখা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরুন এবং তাদের পাশে থাকুন।”

তারেক রহমান জনগণের প্রতি বিএনপির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনমুখী সরকার গঠনে অঙ্গীকারবদ্ধ থাকবে। যারা এই প্রতিশ্রুতির পথে বাধা সৃষ্টি করবে, তারা দলে থাকতে পারবে না।”