০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা

জনগণের স্বার্থবিরোধী কাজের শাস্তি অনিবার্য, প্রমান ৫ অগাস্ট : তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 79

ছবি: সংগ্রহীত

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের স্বার্থবিরোধী কাজের শাস্তি অনিবার্য এবং এ ধরনের কাজ করলে ৫ আগস্টের মতো করুণ পরিণতি হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনায় বিএনপির কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তার চরম মাশুল গুনতে হবে।”

বিজ্ঞাপন

তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “বিএনপির ভাবমূর্তি যারা ক্ষুণ্ন করবে বা কোনো ধরনের চাঁদাবাজি ও অপকর্মে জড়াবে, তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। শুধু বহিষ্কার নয়, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে। অন্যায়ের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেব না।”

তারেক রহমান আরও বলেন, “অনেক ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে আমরা আজকের অবস্থানে পৌঁছেছি। এই অর্জন রক্ষা করার জন্য আমাদের দায়িত্ববান হতে হবে। নিজেদের স্বার্থের বাইরে দলের এবং দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “জনগণই বিএনপির প্রকৃত শক্তি। জনগণের আস্থা অর্জন এবং তা ধরে রাখা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরুন এবং তাদের পাশে থাকুন।”

তারেক রহমান জনগণের প্রতি বিএনপির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনমুখী সরকার গঠনে অঙ্গীকারবদ্ধ থাকবে। যারা এই প্রতিশ্রুতির পথে বাধা সৃষ্টি করবে, তারা দলে থাকতে পারবে না।”

নিউজটি শেয়ার করুন

জনগণের স্বার্থবিরোধী কাজের শাস্তি অনিবার্য, প্রমান ৫ অগাস্ট : তারেক রহমান

আপডেট সময় ১০:৩১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের স্বার্থবিরোধী কাজের শাস্তি অনিবার্য এবং এ ধরনের কাজ করলে ৫ আগস্টের মতো করুণ পরিণতি হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনায় বিএনপির কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তার চরম মাশুল গুনতে হবে।”

বিজ্ঞাপন

তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “বিএনপির ভাবমূর্তি যারা ক্ষুণ্ন করবে বা কোনো ধরনের চাঁদাবাজি ও অপকর্মে জড়াবে, তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। শুধু বহিষ্কার নয়, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে। অন্যায়ের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেব না।”

তারেক রহমান আরও বলেন, “অনেক ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে আমরা আজকের অবস্থানে পৌঁছেছি। এই অর্জন রক্ষা করার জন্য আমাদের দায়িত্ববান হতে হবে। নিজেদের স্বার্থের বাইরে দলের এবং দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “জনগণই বিএনপির প্রকৃত শক্তি। জনগণের আস্থা অর্জন এবং তা ধরে রাখা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরুন এবং তাদের পাশে থাকুন।”

তারেক রহমান জনগণের প্রতি বিএনপির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনমুখী সরকার গঠনে অঙ্গীকারবদ্ধ থাকবে। যারা এই প্রতিশ্রুতির পথে বাধা সৃষ্টি করবে, তারা দলে থাকতে পারবে না।”