রাজনৈতিক দলগুলোর সংস্কারপ্রবণতা কম থাকলে ডিসেম্বরে নির্বাচন: প্রেস সচিব
আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বরে হতে পারে, যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কারের দাবি তোলে। তবে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সময় লাগতে পারে আরও ছয় মাস। রোববার (১৯ জানুয়ারি) সকালে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।
প্রেস সচিব জানান, সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন। সবার মতামতের ভিত্তিতেই নির্বাচনের চূড়ান্ত সময় নির্ধারণ করা হবে।
আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, “তাদের মধ্যে এখনো অনুশোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং তারা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অন্তর্বর্তী সরকারের এ নিয়ে কোনো অবস্থান নেই।”
প্রেস সচিব আরও জানান, অন্তর্বর্তী সরকার স্বচ্ছ নির্বাচন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।