জুলাই মাসের মধ্যেই “জুলাই ঘোষণাপত্র” প্রকাশ করতে হবে: ছাত্রশিবির সভাপতি

- আপডেট সময় ০৫:১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / 3
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘জুলাই মাসের মধ্যেই অভ্যুত্থানের শহীদ ও গাজীদের স্বীকৃতি দিয়ে “জুলাই ঘোষণাপত্র” প্রকাশ করতে হবে।’
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জুলাই শুধু একটি মাস নয়, এটি একটি ঐতিহাসিক প্রতীক। আমরা চাই, যারা তৎকালীন সময়ের শহীদ ও গাজী হিসেবে আত্মত্যাগ করেছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক। এই জুলাই মাসের মধ্যেই একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র দিতে হবে।’
জাহিদুল ইসলাম সরকারকে সতর্ক করে বলেন, ‘ফ্যাসিবাদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া যাবে না। প্রয়োজনে আবার “জুলাই” ফিরে আসবে। কিন্তু এ দেশকে স্বৈরাচারের করালগ্রাসে ছেড়ে দেওয়া হবে না।’
শিক্ষা খাতে সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘এই সরকার এখন পর্যন্ত শিক্ষা সংস্কার নিয়ে কোনো কমিশন গঠন করেনি। অথচ এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি বিষয়। অবিলম্বে একটি শক্তিশালী ও কার্যকর শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।’
এ সময় তিনি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের শিক্ষাঙ্গনে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ছাত্রসংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে এসব নির্বাচন স্থগিত থাকা গ্রহণযোগ্য নয়। অতি দ্রুত সব ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচন দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশে যখন ন্যায়বিচার হারিয়ে যাচ্ছে, তখন নতুন প্রজন্মের দায়িত্ব আরও বেশি। এ সময় ঐক্যবদ্ধ ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
সমাবেশে অংশগ্রহণকারী অন্যান্য নেতারাও শিক্ষার মানোন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ওপর জোর দেন।
সমাবেশ শেষে নেতাকর্মীদের শৃঙ্খলার সঙ্গে মাঠ ত্যাগ করতে দেখা যায়।