জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী রমজানের আগেই নির্বাচন দিন: কুড়িগ্রামে রিজভী

- আপডেট সময় ০৬:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 6
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বহুবিধ সংকট সত্ত্বেও ড. ইউনুস সরকারকে বিএনপি পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে, কারণ এই সরকার বিদেশে অর্থ পাচারে লিপ্ত হবে না শেখ হাসিনার সরকারের মতো। তিনি বলেন, “জনগণের সেন্টিমেন্ট বুঝে, জনগণের রায় সম্মান করে আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।”
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহত ১০ শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী আহমেদ আরও বলেন, “তারেক রহমানকে নিয়ে অপপ্রচার বন্ধ করুন। তা না হলে সময়ের ফেরে আপনাদের ওপরই বিপদ নেমে আসবে। মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের শুধু বহিষ্কার নয়, তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।”
তিনি বলেন, “জিয়াউর রহমানের সহানুভূতিতে কিছু ইসলামী দল রাজনীতির সুযোগ পেয়েছে। অথচ আজ তারা বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করছে। অথচ আপনারা এরশাদকে বলেছিলেন না যাবেন, গিয়েছেন। শেখ হাসিনার সঙ্গেও গিয়েছেন। কিন্তু বিএনপি কখনো আপস করেনি, দেশনেত্রী খালেদা জিয়াও জনগণের সঙ্গে করা অঙ্গীকার থেকে পিছপা হননি।”
রিজভী দাবি করেন, “আমরা ১৬ বছর ধরে সংগ্রাম করে আসছি আইনের শাসন ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এই দীর্ঘ সময় জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাহলে এখন নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান। বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রুমন, জেলা সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও সাইফুর রহমান রানা।
জুলাই-আগস্ট আন্দোলনে কুড়িগ্রামের ১০ শহীদের প্রতি পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। শহীদদের মধ্যে ছিলেন: রায়হানুল ইসলাম, সৈকত, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, রাশেদুল ইসলাম, নুর আলম, কামাল আহমেদ বিপুল, আশিকুর রহমান, জহির ও গোলাম রব্বানী।