ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরি না পেয়ে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষে রাজবাড়ীর এনামুল হক সজিবের সাফল্য যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ইসি কোম্পানীগঞ্জে জোয়ারের পানিতে ভেসে এলো যুবকের মরদেহ পাসপোর্ট সংশোধনে প্রবাসীদের দক্ষিণ কোরিয়া দূতাবাসের জরুরি নির্দেশনা বিদ্যুৎখাত সংক্রান্ত সব ধরনের চুক্তি পুনরায় পর্যালোচনা করা হবে: অর্থ উপদেষ্টা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষাঙ্গনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে: ধর্ম উপদেষ্টা কমিশন ব্যর্থ হলে সেটি সকল পক্ষের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে: আলী রীয়াজ টানা বৃষ্টিতে পচে যাচ্ছে সবজি, ক্ষতির মুখে পটুয়াখালীর কৃষকরা সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও দ্রুজদের সংঘর্ষে নিহত ৩০, আহত শতাধিক আগস্ট থেকে আবারও চালু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি: খাদ্য উপদেষ্টা

বিএনপি এখন মুজিববাদের পাহারাদার: অভিযোগ নাহিদ ইসলামের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অগ্রগতির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল মুজিববাদী সংবিধান, অথচ এখন সেই সংবিধানকেই রক্ষার দায়িত্ব নিয়েছে বিএনপি। তিনি অভিযোগ করে বলেন, “বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। তারা মুজিববাদের নতুন রক্ষক হিসেবে আবির্ভূত হয়েছে। এদের প্রতিহত করতে হবে।”

সোমবার (গতকাল) দুপুর ১টায় পটুয়াখালী শহরের শহীদ হৃদয় তরুয়া চত্বরে জুলাই পদযাত্রার ১৪তম দিনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা কোনো বিভাজন চাই না। তবে যারা জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে কিংবা জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করবে, তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য হতে পারে না।”

তিনি জানান, “জুলাই অভ্যুত্থনের মাধ্যমে তরুণ নেতৃত্ব একটি ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু সেই পুরোনো সিস্টেম—আমলাতন্ত্র, দুর্নীতিবাজ গোষ্ঠী এবং সামরিক প্রশাসনের অংশবিশেষ এখনও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”
তার দাবি, শেখ হাসিনার সরকারের আমলে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত রয়েছে। “গণঅভ্যুত্থান-শক্তির মধ্যে কৌশলে বিভেদ সৃষ্টি করে আমাদের দুর্বল করার অপচেষ্টা চলছে।”

৩ আগস্টের ঘোষণা

সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে সমবেত হব। গত বছর এ দিনেই আমরা হাসিনা সরকারের পতনের ইশতেহার দিয়েছিলাম। এবার একই দিনে আমরা ঘোষণা করব স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশের রূপরেখা।”

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “শহীদেরা যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিলেন, তা বাস্তবায়ন করতে আমাদের আবারও নতুন করে শপথ নিতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, জহিরুল ইসলাম মুছা প্রমুখ।

পদযাত্রাটি সার্কিট হাউস থেকে শুরু হয়ে শহরের নিউমার্কেট, সদর রোড, লঞ্চঘাট, পুরান বাজার, পৌরসভা ও কাজীপাড়া হয়ে শহীদ হৃদয় তরুয়া চত্বরে এসে শেষ হয়। পরে নেতারা জুলাই অভ্যুত্থনে নিহত শহীদ হৃদয় তরুয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

বরগুনায় নাহিদ ইসলামের বক্তব্য: ‘চাঁদাবাজদের হাতে মানুষ খুন হচ্ছে’
একই দিন বিকেলে বরগুনা সদর রোডে এক পথসভায় নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানের পর আমরা বলেছিলাম, দুর্নীতি আর চাঁদাবাজির অবসান চাই। কিন্তু এখন দেখি, একটি রাজনৈতিক দল সেই দুর্নীতির সিস্টেমকেই টিকিয়ে রাখছে। তিনি ঢাকার মিটফোর্ড এলাকায় বরগুনার যুবক সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনার উল্লেখ করে বলেন, “এই নির্মম হত্যাকাণ্ড কি বরগুনার মানুষ মেনে নেবে? দেশের জনগণকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই, বরগুনায় পরিবেশবান্ধব উন্নয়ন হোক। কৃষি ও মৎস্যখাতের টেকসই সংস্কার হোক। কিন্তু একটি দল এক সময় পাকিস্তানপন্থিদের পুনর্বাসন করেছে, এখন আবার মুজিববাদকে প্রতিষ্ঠা করতে চায়—আমরা তা হতে দেব না।”

এ সময় কর্মীরা স্লোগান দেন: “চাঁদাবাজ আর দখলদার, মুজিববাদের পাহারাদার”।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, “আমরা ভাঙা, ব্যর্থ ও দুর্নীতিপরায়ণ পুরোনো ব্যবস্থায় আর ফিরতে চাই না। আমাদের দরকার একটি নতুন, কার্যকর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি।”

চরমোনাইয়ে এনসিপি নেতাদের উপস্থিতি

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়ত উল্লাহ জানান, সোমবার রাতেই এনসিপির শীর্ষ নেতারা চরমোনাই পীরের বাড়িতে যান। সেখানে রাতের খাবার শেষে তারা শহরে ফিরে আসেন।চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম তাদের আন্তরিকভাবে গ্রহণ করেন এবং মতবিনিময় করেন।

 

নিউজটি শেয়ার করুন

বিএনপি এখন মুজিববাদের পাহারাদার: অভিযোগ নাহিদ ইসলামের

আপডেট সময় ১২:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অগ্রগতির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল মুজিববাদী সংবিধান, অথচ এখন সেই সংবিধানকেই রক্ষার দায়িত্ব নিয়েছে বিএনপি। তিনি অভিযোগ করে বলেন, “বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। তারা মুজিববাদের নতুন রক্ষক হিসেবে আবির্ভূত হয়েছে। এদের প্রতিহত করতে হবে।”

সোমবার (গতকাল) দুপুর ১টায় পটুয়াখালী শহরের শহীদ হৃদয় তরুয়া চত্বরে জুলাই পদযাত্রার ১৪তম দিনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা কোনো বিভাজন চাই না। তবে যারা জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে কিংবা জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করবে, তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য হতে পারে না।”

তিনি জানান, “জুলাই অভ্যুত্থনের মাধ্যমে তরুণ নেতৃত্ব একটি ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু সেই পুরোনো সিস্টেম—আমলাতন্ত্র, দুর্নীতিবাজ গোষ্ঠী এবং সামরিক প্রশাসনের অংশবিশেষ এখনও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”
তার দাবি, শেখ হাসিনার সরকারের আমলে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত রয়েছে। “গণঅভ্যুত্থান-শক্তির মধ্যে কৌশলে বিভেদ সৃষ্টি করে আমাদের দুর্বল করার অপচেষ্টা চলছে।”

৩ আগস্টের ঘোষণা

সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে সমবেত হব। গত বছর এ দিনেই আমরা হাসিনা সরকারের পতনের ইশতেহার দিয়েছিলাম। এবার একই দিনে আমরা ঘোষণা করব স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশের রূপরেখা।”

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “শহীদেরা যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিলেন, তা বাস্তবায়ন করতে আমাদের আবারও নতুন করে শপথ নিতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, জহিরুল ইসলাম মুছা প্রমুখ।

পদযাত্রাটি সার্কিট হাউস থেকে শুরু হয়ে শহরের নিউমার্কেট, সদর রোড, লঞ্চঘাট, পুরান বাজার, পৌরসভা ও কাজীপাড়া হয়ে শহীদ হৃদয় তরুয়া চত্বরে এসে শেষ হয়। পরে নেতারা জুলাই অভ্যুত্থনে নিহত শহীদ হৃদয় তরুয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

বরগুনায় নাহিদ ইসলামের বক্তব্য: ‘চাঁদাবাজদের হাতে মানুষ খুন হচ্ছে’
একই দিন বিকেলে বরগুনা সদর রোডে এক পথসভায় নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানের পর আমরা বলেছিলাম, দুর্নীতি আর চাঁদাবাজির অবসান চাই। কিন্তু এখন দেখি, একটি রাজনৈতিক দল সেই দুর্নীতির সিস্টেমকেই টিকিয়ে রাখছে। তিনি ঢাকার মিটফোর্ড এলাকায় বরগুনার যুবক সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনার উল্লেখ করে বলেন, “এই নির্মম হত্যাকাণ্ড কি বরগুনার মানুষ মেনে নেবে? দেশের জনগণকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই, বরগুনায় পরিবেশবান্ধব উন্নয়ন হোক। কৃষি ও মৎস্যখাতের টেকসই সংস্কার হোক। কিন্তু একটি দল এক সময় পাকিস্তানপন্থিদের পুনর্বাসন করেছে, এখন আবার মুজিববাদকে প্রতিষ্ঠা করতে চায়—আমরা তা হতে দেব না।”

এ সময় কর্মীরা স্লোগান দেন: “চাঁদাবাজ আর দখলদার, মুজিববাদের পাহারাদার”।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, “আমরা ভাঙা, ব্যর্থ ও দুর্নীতিপরায়ণ পুরোনো ব্যবস্থায় আর ফিরতে চাই না। আমাদের দরকার একটি নতুন, কার্যকর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি।”

চরমোনাইয়ে এনসিপি নেতাদের উপস্থিতি

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়ত উল্লাহ জানান, সোমবার রাতেই এনসিপির শীর্ষ নেতারা চরমোনাই পীরের বাড়িতে যান। সেখানে রাতের খাবার শেষে তারা শহরে ফিরে আসেন।চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম তাদের আন্তরিকভাবে গ্রহণ করেন এবং মতবিনিময় করেন।