ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বদরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ‘অপারেশন ইগল হান্ট’ মামলায় চাঁপাইনবাবগঞ্জে আ’ লীগ নেতা গ্রেফতার জুলাই আন্দোলন মামলায় আত্মসমর্পণে জামিন পেলেন অপু বিশ্বাস অধ্যাদেশ প্রণয়নে চতুরতা হয়েছে, সংশোধনের পথে সরকার: জ্বালানি উপদেষ্টা সারাদেশে চিরুনি অভিযান শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কঠোর পদক্ষেপ শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে জুলাইয়ের গণঅভ্যুত্থানে: নাহিদ ইসলাম সফল ক্লাব বিশ্বকাপ, আমাদের আয় ২৪ হাজার কোটি টাকা: ফিফা সভাপতি ফুলবাড়িয়ার আনারসের বাম্পার ফলনে রাসায়নিকের ছোঁয়া, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা শৃঙ্খলাহীন বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে: প্রেস সচিব চলতি সপ্তাহের আলোচনায় বড় ধরনের অগ্রগতি আনতে চায় কমিশন: আলী রীয়াজ

তরুণ প্রজন্ম এখন আর নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না: নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

 

তরুণ প্রজন্ম এখন আর নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না; তারা চায় একটি নতুন বাংলাদেশ, যেখানে থাকবে রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনের বাস্তবিক দিশা শনিবার (১২ জুলাই) রাতে বাগেরহাট রেল রোডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘দেশ গড়তে জুলাই’ পদযাত্রা কর্মসূচির ১২তম দিনের জনসভায় এ কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই, বরং মাফিয়া ও চাঁদাবাজদের উপর নির্ভরশীল পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে। যারা এই দুর্নীতিগ্রস্ত কাঠামোকে টিকিয়ে রাখতে চায়, জনগণ তাদের আর মেনে নেবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের রাজপথে ফিরে আসাই প্রমাণ করে এই পরিবর্তনের ডাক কতটা জরুরি।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা ইতোমধ্যে গণঅভ্যুত্থান করেছি এই মাফিয়া নির্ভর ব্যবস্থার বিরুদ্ধে। কিন্তু তা এখনও পুরোপুরি দূর করা যায়নি। তাই আবার এসেছি, প্রতিশ্রুতি পূরণে। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে লক্ষ্যেই জুলাই সনদের বাস্তবায়ন এই জুলাই-আগস্ট মাসেই চাই।”

পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “পুলিশ-প্রশাসনকে জনগণের পক্ষে অবস্থান নিতে হবে। চাঁদাবাজদের পক্ষে নয়। যদি দলীয় লেজুড়বৃত্তির আচরণ করা হয়, তাহলে মনে রাখতে হবে, অতীতে যারা ফ্যাসিবাদের পক্ষে দাঁড়িয়েছিল, তাদের পরিণতি আপনারাও এড়াতে পারবেন না।”

জনসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব শেখ আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ ও বাগেরহাট জেলা সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ার।

উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা মিতু, মোল্যা রহমাতুল্লাহ, তাজনুভা জাবিন, অ্যাডভোকেট আল আমিন ও জান্নাতুল বাকি।

এদিন সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং আহতদের খোঁজখবর নেন। বিকেলে রামপালের ফয়লা বাজারে পথসভায় অংশগ্রহণের পর নেতারা ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেন। কর্মসূচি শেষে তারা বাগেরহাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

নিউজটি শেয়ার করুন

তরুণ প্রজন্ম এখন আর নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না: নাহিদ ইসলাম

আপডেট সময় ১০:৩০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

তরুণ প্রজন্ম এখন আর নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না; তারা চায় একটি নতুন বাংলাদেশ, যেখানে থাকবে রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনের বাস্তবিক দিশা শনিবার (১২ জুলাই) রাতে বাগেরহাট রেল রোডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘দেশ গড়তে জুলাই’ পদযাত্রা কর্মসূচির ১২তম দিনের জনসভায় এ কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই, বরং মাফিয়া ও চাঁদাবাজদের উপর নির্ভরশীল পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে। যারা এই দুর্নীতিগ্রস্ত কাঠামোকে টিকিয়ে রাখতে চায়, জনগণ তাদের আর মেনে নেবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের রাজপথে ফিরে আসাই প্রমাণ করে এই পরিবর্তনের ডাক কতটা জরুরি।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা ইতোমধ্যে গণঅভ্যুত্থান করেছি এই মাফিয়া নির্ভর ব্যবস্থার বিরুদ্ধে। কিন্তু তা এখনও পুরোপুরি দূর করা যায়নি। তাই আবার এসেছি, প্রতিশ্রুতি পূরণে। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে লক্ষ্যেই জুলাই সনদের বাস্তবায়ন এই জুলাই-আগস্ট মাসেই চাই।”

পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “পুলিশ-প্রশাসনকে জনগণের পক্ষে অবস্থান নিতে হবে। চাঁদাবাজদের পক্ষে নয়। যদি দলীয় লেজুড়বৃত্তির আচরণ করা হয়, তাহলে মনে রাখতে হবে, অতীতে যারা ফ্যাসিবাদের পক্ষে দাঁড়িয়েছিল, তাদের পরিণতি আপনারাও এড়াতে পারবেন না।”

জনসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব শেখ আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ ও বাগেরহাট জেলা সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ার।

উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা মিতু, মোল্যা রহমাতুল্লাহ, তাজনুভা জাবিন, অ্যাডভোকেট আল আমিন ও জান্নাতুল বাকি।

এদিন সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং আহতদের খোঁজখবর নেন। বিকেলে রামপালের ফয়লা বাজারে পথসভায় অংশগ্রহণের পর নেতারা ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেন। কর্মসূচি শেষে তারা বাগেরহাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।