ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ “দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত নয়”: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান শুল্কযুদ্ধের ছায়ায় কফি-কমলার বাজার, দুশ্চিন্তায় ব্রাজিল-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি কেনার সাধ্য কারো নেই: নাহিদ ইসলাম গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

সাবেক মন্ত্রী ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, “গণতন্ত্রের সংগ্রামকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সংস্কারের নামে এক ধরনের সূক্ষ্ম কারচুপি চলছে। এ ধরনের ঘৃণ্য তৎপরতা কখনোই সফল হবে না। কোনো অপশক্তি আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করতে পারবে না।”

শনিবার (১২ জুলাই) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত সমকালীন রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচনের একটি প্রস্তাবনা এসেছে। আমি সেটিকে এক কথায় উড়িয়ে দিতে চাই না। তবে এটি একটি অপরিকল্পিত প্রস্তাব। এ ধরনের পদ্ধতি গ্রহণের বিষয়ে আলোচনা করতে হলে পরবর্তী সংসদে বিষয়টি উপস্থাপন করা যেতে পারে। এখনই কোনো তাড়াহুড়া করে এক্সপেরিমেন্টে যাওয়া উচিত হবে না।”

মোস্তফা জামাল হায়দার আরও বলেন, “আমরা মাঠের আন্দোলনে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, তেমনি আগামী নির্বাচনেও ঐক্যবদ্ধ থাকব। দেশপ্রেমিক ও গণতান্ত্রিক সকল শক্তিকে নিয়ে আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ১২ দলীয় জোট হিসেবে নির্বাচনে অংশ নেব।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি খালেকুজ্জামান মাস্টার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান টুবুল।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ আকনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

নেতারা বলেন, দেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ। সরকারবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামার আহ্বান জানান তারা।

এসময় স্থানীয় নেতাকর্মীরা জাতীয় ও স্থানীয় রাজনীতির নানা দিক তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বিষয়ে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান

আপডেট সময় ০৬:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

সাবেক মন্ত্রী ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, “গণতন্ত্রের সংগ্রামকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সংস্কারের নামে এক ধরনের সূক্ষ্ম কারচুপি চলছে। এ ধরনের ঘৃণ্য তৎপরতা কখনোই সফল হবে না। কোনো অপশক্তি আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করতে পারবে না।”

শনিবার (১২ জুলাই) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত সমকালীন রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচনের একটি প্রস্তাবনা এসেছে। আমি সেটিকে এক কথায় উড়িয়ে দিতে চাই না। তবে এটি একটি অপরিকল্পিত প্রস্তাব। এ ধরনের পদ্ধতি গ্রহণের বিষয়ে আলোচনা করতে হলে পরবর্তী সংসদে বিষয়টি উপস্থাপন করা যেতে পারে। এখনই কোনো তাড়াহুড়া করে এক্সপেরিমেন্টে যাওয়া উচিত হবে না।”

মোস্তফা জামাল হায়দার আরও বলেন, “আমরা মাঠের আন্দোলনে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, তেমনি আগামী নির্বাচনেও ঐক্যবদ্ধ থাকব। দেশপ্রেমিক ও গণতান্ত্রিক সকল শক্তিকে নিয়ে আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ১২ দলীয় জোট হিসেবে নির্বাচনে অংশ নেব।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি খালেকুজ্জামান মাস্টার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান টুবুল।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ আকনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

নেতারা বলেন, দেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ। সরকারবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামার আহ্বান জানান তারা।

এসময় স্থানীয় নেতাকর্মীরা জাতীয় ও স্থানীয় রাজনীতির নানা দিক তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বিষয়ে মতবিনিময় করেন।