ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি তুরস্কে স্কি রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিকসহ ৯ জন গ্রেপ্তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় জয়   গাজায় ব্যর্থতার দায়ে পদত্যাগের প্রস্তুতিতে শিন বেত প্রধান রনেন বার যেসব পণ্যে ভ্যাট কমালো এনবিআর গাজায় ব্যর্থতার দায়ে এবার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত-এর প্রধান রনেন বার। পুতিনের ভূমিকা নিয়ে ট্রাম্পের উদ্বেগ, নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত: বৈদেশিক সহায়তায় ৯০ দিনের সাময়িক স্থগিতাদেশ ইতালি থেকে আসা সেই বিমানে তল্লাশির পর যা জানা গেল

সংসদের কাঠামো পরিবর্তন: ৫০৫ আসন নিয়ে গঠিত হবে দুই কক্ষের সংসদ

খবরের কথা ডেস্ক

সংসদের কাঠামো পরিবর্তন: ৫০৫ আসন নিয়ে গঠিত হবে দুই কক্ষের সংসদ

সংবিধান সংস্কার কমিশন জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দিয়েছে। খসড়া প্রস্তাব অনুযায়ী, সংসদের নিম্নকক্ষে ৪০০ আসন থাকবে, যার মধ্যে ১০০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে এবং তারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। উচ্চকক্ষে আসন থাকবে ১০৫টি, যা নির্বাচিত হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। এর ফলে সংসদে মোট আসন হবে ৫০৫টি।

কমিশনটি সাংবিধানিক একনায়কতন্ত্র রোধ এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করবে। এসব সুপারিশে সংবিধানের মূলনীতিতে কিছু পরিবর্তনও আনার প্রস্তাব রয়েছে। কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন আগামীকাল অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেবে।

এছাড়া নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনও তাদের প্রতিবেদন প্রস্তুত করছে। প্রথম ধাপের ছয়টি কমিশনের মধ্যে বিচারব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কার কমিশন চলতি মাসের শেষে প্রতিবেদন দেবে।

কমিশনগুলোর প্রতিবেদনে কিছু সুপারিশ স্বল্পমেয়াদে বাস্তবায়নযোগ্য এবং কিছু দীর্ঘমেয়াদী পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। তবে, কিছু সুপারিশ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। সংসদ গঠন না হওয়া পর্যন্ত সংবিধান সংশোধন করা সম্ভব নয়।

 

এ প্রতিবেদনগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে। চূড়ান্ত রূপরেখা তৈরির লক্ষ্যে এই সংলাপ চলতি মাসেই শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

সংসদের কাঠামো পরিবর্তন: ৫০৫ আসন নিয়ে গঠিত হবে দুই কক্ষের সংসদ

আপডেট সময় ১০:২৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

সংবিধান সংস্কার কমিশন জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দিয়েছে। খসড়া প্রস্তাব অনুযায়ী, সংসদের নিম্নকক্ষে ৪০০ আসন থাকবে, যার মধ্যে ১০০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে এবং তারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। উচ্চকক্ষে আসন থাকবে ১০৫টি, যা নির্বাচিত হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। এর ফলে সংসদে মোট আসন হবে ৫০৫টি।

কমিশনটি সাংবিধানিক একনায়কতন্ত্র রোধ এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করবে। এসব সুপারিশে সংবিধানের মূলনীতিতে কিছু পরিবর্তনও আনার প্রস্তাব রয়েছে। কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন আগামীকাল অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেবে।

এছাড়া নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনও তাদের প্রতিবেদন প্রস্তুত করছে। প্রথম ধাপের ছয়টি কমিশনের মধ্যে বিচারব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কার কমিশন চলতি মাসের শেষে প্রতিবেদন দেবে।

কমিশনগুলোর প্রতিবেদনে কিছু সুপারিশ স্বল্পমেয়াদে বাস্তবায়নযোগ্য এবং কিছু দীর্ঘমেয়াদী পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। তবে, কিছু সুপারিশ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। সংসদ গঠন না হওয়া পর্যন্ত সংবিধান সংশোধন করা সম্ভব নয়।

 

এ প্রতিবেদনগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে। চূড়ান্ত রূপরেখা তৈরির লক্ষ্যে এই সংলাপ চলতি মাসেই শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।