১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
শিরোনাম :
নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে চীনা রিফাইনারিগুলো গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩ শীত আসছে, চলতি মাসেই বইতে পারে একাধিক শৈত্যপ্রবাহ চট্টগ্রামে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, পদ হারালেন বিএনপির ৪ নেতা গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার পানি ব্যবস্থাপনা নিয়ে ইরাক–তুরস্ক সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০ অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই হার্ট অ্যাটাকে রিয়াল সমর্থকের মৃত্যু জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

ফেব্রুয়ারিতেই নির্বাচন দাবি বিএনপির, আপসের প্রশ্ন নেই: দুদু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 40

ছবি সংগৃহীত

 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে বলে দাবি করেন তিনি। তিনি সাফ জানিয়ে দেন যত বাধা-বিপত্তিই আসুক, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে, এর সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

রোববার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

দুদু বলেন, “যারা সকালে এক কথা বলেন, দুপুরে আরেক কথা, বিকেলে আরেক কথা বলেন তাদের বলছি, আসুন আমরা সবাই নির্বাচনে অংশ নিই। যেসব ত্রুটি-বিচ্যুতি আছে, তা আলোচনা করে সমাধান করা সম্ভব। মানুষ যাকে ভোট দেবে, সেই দলই সরকার গঠন করবে। আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাওয়া।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারের বিপক্ষে যারা, তারা গণতন্ত্রকেই চায়। আর যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, তারা সরাসরি বা পরোক্ষভাবে স্বৈরাচারকে সমর্থন করে। গণতন্ত্রের একমাত্র উপায়ই হলো নির্বাচন। যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে স্বৈরতন্ত্রকেই শক্তিশালী করা হয়। আমি কোনো দলের সমালোচনা করছি না, তবে সবার ভিন্নমত থাকার অধিকার রয়েছে।”

বিএনপি নেতা বলেন, “নির্বাচন হবেই। দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, কারণ বিএনপি কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেনি। বেগম জিয়া জীবন ঝুঁকি নিয়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন। তাকে এখন শুধু বিএনপির নেত্রী বললে ভুল হবে, তিনি দেশের মানুষের আশার প্রতীক। আর তারেক রহমানকে আল্লাহ রক্ষা করেছেন। ১/১১-এর সময় তাকে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে, তবু আল্লাহ তাকে রক্ষা করেছেন।”

তিনি বলেন, “বাংলাদেশে এপ্রিল কিংবা জুন মাসে কখনো নির্বাচন হয়েছে কি না জানা নেই। এবার যখন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা সর্বসম্মতভাবে সমর্থিত হয়েছে বলেই মনে করি। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও ড. ইউনূসকে আমরা অভিনন্দন ও ধন্যবাদ জানাই।”

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এস এম মিজানুর রহমান এবং মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি কালাম ফয়েজী প্রমুখ।

 

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ফেব্রুয়ারিতেই নির্বাচন দাবি বিএনপির, আপসের প্রশ্ন নেই: দুদু

আপডেট সময় ০৭:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে বলে দাবি করেন তিনি। তিনি সাফ জানিয়ে দেন যত বাধা-বিপত্তিই আসুক, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে, এর সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

রোববার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

দুদু বলেন, “যারা সকালে এক কথা বলেন, দুপুরে আরেক কথা, বিকেলে আরেক কথা বলেন তাদের বলছি, আসুন আমরা সবাই নির্বাচনে অংশ নিই। যেসব ত্রুটি-বিচ্যুতি আছে, তা আলোচনা করে সমাধান করা সম্ভব। মানুষ যাকে ভোট দেবে, সেই দলই সরকার গঠন করবে। আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাওয়া।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারের বিপক্ষে যারা, তারা গণতন্ত্রকেই চায়। আর যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, তারা সরাসরি বা পরোক্ষভাবে স্বৈরাচারকে সমর্থন করে। গণতন্ত্রের একমাত্র উপায়ই হলো নির্বাচন। যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে স্বৈরতন্ত্রকেই শক্তিশালী করা হয়। আমি কোনো দলের সমালোচনা করছি না, তবে সবার ভিন্নমত থাকার অধিকার রয়েছে।”

বিএনপি নেতা বলেন, “নির্বাচন হবেই। দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, কারণ বিএনপি কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেনি। বেগম জিয়া জীবন ঝুঁকি নিয়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন। তাকে এখন শুধু বিএনপির নেত্রী বললে ভুল হবে, তিনি দেশের মানুষের আশার প্রতীক। আর তারেক রহমানকে আল্লাহ রক্ষা করেছেন। ১/১১-এর সময় তাকে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে, তবু আল্লাহ তাকে রক্ষা করেছেন।”

তিনি বলেন, “বাংলাদেশে এপ্রিল কিংবা জুন মাসে কখনো নির্বাচন হয়েছে কি না জানা নেই। এবার যখন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা সর্বসম্মতভাবে সমর্থিত হয়েছে বলেই মনে করি। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও ড. ইউনূসকে আমরা অভিনন্দন ও ধন্যবাদ জানাই।”

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এস এম মিজানুর রহমান এবং মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি কালাম ফয়েজী প্রমুখ।