০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

৩ মাসে নির্বাচন সম্ভব, ১০ মাসেও দেয়া হচ্ছে না নির্বাচন: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 88

ছবি সংগৃহীত

 

তিন মাসে নির্বাচন দেওয়া সম্ভব হলেও অন্তর্বর্তী সরকার দশ মাসেও নির্বাচন দেয়নি এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এ মহাসমাবেশের আয়োজন করে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, “নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। সংস্কারের নামে সময়ক্ষেপণের আড়ালে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”

তিনি দলীয় নেতাকর্মীদের এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে বলেন, “যারা জনগণের প্রতিনিধি হবেন, সেই তরুণ নেতাকর্মীদের জনগণের মন জয় করার জন্য মাঠে নামতে হবে।”

তরুণ ও নারীদের রাজনীতিতে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “তরুণ সমাজ ও নারীদের বাইরে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। বিএনপির রাজনীতি হবে কর্মসংস্থানভিত্তিক। তরুণদের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা।”

আইনের শাসন ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “ইশরাক হোসেনের শপথ নিয়ে যে স্বৈরাচারী সিদ্ধান্ত এসেছে, তা আদালতের রায়ের প্রতি অবজ্ঞা। যারা আদালতের সিদ্ধান্ত মানে না, তাদের থেকে সংস্কার প্রত্যাশা করা যায় না।”

বিদেশি প্রভাব নয়, দেশীয় স্বার্থে রাজনীতি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “যারা ক্ষমতা ধরে রাখতে চান, তারা জনগণের কাতারে এসে নির্বাচনের মাধ্যমে নিজেদের অবস্থান নিশ্চিত করুন।”

মহাসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না এবং সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

নিউজটি শেয়ার করুন

৩ মাসে নির্বাচন সম্ভব, ১০ মাসেও দেয়া হচ্ছে না নির্বাচন: তারেক রহমান

আপডেট সময় ০৮:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

তিন মাসে নির্বাচন দেওয়া সম্ভব হলেও অন্তর্বর্তী সরকার দশ মাসেও নির্বাচন দেয়নি এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এ মহাসমাবেশের আয়োজন করে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, “নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। সংস্কারের নামে সময়ক্ষেপণের আড়ালে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”

তিনি দলীয় নেতাকর্মীদের এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে বলেন, “যারা জনগণের প্রতিনিধি হবেন, সেই তরুণ নেতাকর্মীদের জনগণের মন জয় করার জন্য মাঠে নামতে হবে।”

তরুণ ও নারীদের রাজনীতিতে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “তরুণ সমাজ ও নারীদের বাইরে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। বিএনপির রাজনীতি হবে কর্মসংস্থানভিত্তিক। তরুণদের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা।”

আইনের শাসন ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “ইশরাক হোসেনের শপথ নিয়ে যে স্বৈরাচারী সিদ্ধান্ত এসেছে, তা আদালতের রায়ের প্রতি অবজ্ঞা। যারা আদালতের সিদ্ধান্ত মানে না, তাদের থেকে সংস্কার প্রত্যাশা করা যায় না।”

বিদেশি প্রভাব নয়, দেশীয় স্বার্থে রাজনীতি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “যারা ক্ষমতা ধরে রাখতে চান, তারা জনগণের কাতারে এসে নির্বাচনের মাধ্যমে নিজেদের অবস্থান নিশ্চিত করুন।”

মহাসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না এবং সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।