০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার।

উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 41

ছবি সংগৃহীত

 

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করে বলেন, “মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তিনি এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।”

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার দুদকের একটি তদন্ত দল মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। তদন্ত চলমান থাকায় এবং দেশত্যাগের আশঙ্কায় তাৎক্ষণিকভাবে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁকে এপিএস পদ থেকে অব্যাহতি দেন।

মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলোর মধ্যে রয়েছে: ক্ষমতার অপব্যবহার, অনৈতিক লেনদেনের মাধ্যমে সরকারি সুবিধা গ্রহণ, প্রভাব খাটিয়ে প্রক্রিয়ার বাইরে টেন্ডার আদায়
তদন্তের স্বার্থে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হচ্ছে। আমরা মোয়াজ্জেম হোসেনের সম্পদের উৎস, লেনদেনের প্যাটার্ন ও ব্যাংক হিসাব যাচাই করছি।

সরকারি কর্মকর্তাদের এপিএস বা ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন নয়, তবে এই ধরনের পদক্ষেপ—যেমন এনআইডি ব্লক এবং বিদেশযাত্রা নিষেধাজ্ঞা—বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত বহন করে।

এই ঘটনাটি শুধু একটি ব্যক্তি নয়, বরং ক্ষমতার আশপাশে ঘোরাফেরা করা একটি চক্রের অবস্থানকে সামনে নিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৩:০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করে বলেন, “মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তিনি এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।”

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার দুদকের একটি তদন্ত দল মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। তদন্ত চলমান থাকায় এবং দেশত্যাগের আশঙ্কায় তাৎক্ষণিকভাবে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁকে এপিএস পদ থেকে অব্যাহতি দেন।

মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলোর মধ্যে রয়েছে: ক্ষমতার অপব্যবহার, অনৈতিক লেনদেনের মাধ্যমে সরকারি সুবিধা গ্রহণ, প্রভাব খাটিয়ে প্রক্রিয়ার বাইরে টেন্ডার আদায়
তদন্তের স্বার্থে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হচ্ছে। আমরা মোয়াজ্জেম হোসেনের সম্পদের উৎস, লেনদেনের প্যাটার্ন ও ব্যাংক হিসাব যাচাই করছি।

সরকারি কর্মকর্তাদের এপিএস বা ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন নয়, তবে এই ধরনের পদক্ষেপ—যেমন এনআইডি ব্লক এবং বিদেশযাত্রা নিষেধাজ্ঞা—বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত বহন করে।

এই ঘটনাটি শুধু একটি ব্যক্তি নয়, বরং ক্ষমতার আশপাশে ঘোরাফেরা করা একটি চক্রের অবস্থানকে সামনে নিয়ে আসছে।