স্বাধীনতার পর থেকে কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়নি: জামায়াত আমির

- আপডেট সময় ০২:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 39
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশের সামগ্রিক পরিবেশ কখনোই কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমানেও সেই অস্থিরতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ধারাবাহিকতা চলছে।
সোমবার সকাল ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি। সেখানে তিনি সমাজ ও রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দলের নেতাকর্মীদের উদ্দেশে ধৈর্য ও সহনশীলতার আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, “বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনোই কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছাতে পারেনি। এখনো সেই পরিস্থিতি অব্যাহত রয়েছে। সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই বর্তমানে অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে প্রতীয়মান হচ্ছে।”
তিনি দলীয় নেতাকর্মীদের সতর্কতা ও সংযম অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, “এই পরিস্থিতিতে আমাদের সকলকে ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর নির্ভরতা ও ন্যায়পরায়ণতার পথে অবিচল থাকতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনার সঙ্গে যুক্ত হওয়া একেবারেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “সবার প্রতি আমার পরামর্শ বর্তমান বাস্তবতা উপলব্ধি করে আমরা যেন দায়িত্বশীল আচরণ করি। সঠিক পথে থেকে আল্লাহর সাহায্য কামনা করি। ইনসাফ ও সত্যের পক্ষে অবস্থান নেওয়া আমাদের মূল কর্তব্য।”
পোস্টের শেষাংশে তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও অনুসারীদের উদ্দেশে বলেন, “আশা করি, সবাই বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন এবং মহান আল্লাহর সাহায্যের ওপর আস্থা রেখে নিজেদের অবস্থান দৃঢ় রাখবেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।”
জামায়াত আমিরের এ বক্তব্য দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্ব পাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সমাজে সহনশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এমন বার্তা নেতিবাচক পরিস্থিতি এড়াতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন অনেকে।