০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বিবেচনা করছে জার্মানি চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমালো কানাডা খালে পড়ে ট্রাক, পাকিস্তানে একই পরিবারের ১৪ জনের মৃত্যু সিলেটে তিন বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ১০ ঢাকায় আংশিক মেঘলা ও কুয়াশার সম্ভাবনা

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 110

ছবি: সংগৃহীত

 

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মামলার প্রাথমিক পর্যায়ে কেবল শেখ হাসিনার বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছিল। পরে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও তৎকালীন আইজিপি মামুনকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত শুক্রবার একটি ফেসবুক পোস্টে জানান, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আশা করছে, আগামী সোমবার (১২ মে) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের দপ্তরে জমা দেওয়া হবে।”

তিনি আরও জানান, প্রতিবেদন দাখিলের পর আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) পেশ করা হবে এবং তা গৃহীত হলে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।

এর আগে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এই মামলার পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি অভিযোগ রয়েছে। একটি আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম ও খুনের ঘটনায় এবং অপরটি ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায়।

এদিকে এই মামলাগুলো ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই অভিযোগগুলো একটি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তদন্ত প্রতিবেদন দাখিলের মধ্য দিয়ে এখন বিচারিক প্রক্রিয়া কতটা এগোয়, সেটিই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল আজ

আপডেট সময় ১০:৪৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

 

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মামলার প্রাথমিক পর্যায়ে কেবল শেখ হাসিনার বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছিল। পরে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও তৎকালীন আইজিপি মামুনকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত শুক্রবার একটি ফেসবুক পোস্টে জানান, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আশা করছে, আগামী সোমবার (১২ মে) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের দপ্তরে জমা দেওয়া হবে।”

তিনি আরও জানান, প্রতিবেদন দাখিলের পর আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) পেশ করা হবে এবং তা গৃহীত হলে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।

এর আগে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এই মামলার পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি অভিযোগ রয়েছে। একটি আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম ও খুনের ঘটনায় এবং অপরটি ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায়।

এদিকে এই মামলাগুলো ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই অভিযোগগুলো একটি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তদন্ত প্রতিবেদন দাখিলের মধ্য দিয়ে এখন বিচারিক প্রক্রিয়া কতটা এগোয়, সেটিই দেখার বিষয়।