ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরছেন ডা. জোবাইদা রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 33

ছবি সংগৃহীত

 

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে তিনি মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনে যান ডা. জোবাইদা। চিকিৎসা ছুটিতে লন্ডনে গিয়ে দ্বিতীয় দফায় ছুটি নিলেও দেশে আর ফিরে আসেননি। পরে সরকারি চাকরিতে অনুপস্থিত থাকার কারণে তাকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি সম্পন্ন করেন।

২০০৮ সালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুদক তারেক রহমান, ডা. জোবাইদা এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে। এই মামলায় ২০২৩ সালে আদালত ডা. জোবাইদাকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের ফলে আদালতের দেওয়া ওই সাজা স্থগিত হয়।

ঢাকায় ফিরে ডা. জোবাইদা তার পৈতৃক বাসভবন ধানমন্ডির মাহবুব ভবনে উঠবেন। সেখানে তিনি অসুস্থ মায়ের সঙ্গেই থাকবেন। প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে জোবাইদা। তার চাচা ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী।

মাহবুব ভবন ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাড়িটির নিরাপত্তা ও সংস্কার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চারপাশে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও গার্ড রুম। পুলিশের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সও দায়িত্ব পালন করবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মান জানান, নিরাপত্তা ব্যবস্থায় কোনো প্রতিবেশীর অসুবিধা না হয় সে বিষয়ে দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শকের কাছে আর্চওয়ে স্ক্যানার বসানোর জন্য চিঠিও দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরা ডা. জোবাইদা ও তার পরিবারের এ প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে জোবাইদার সঙ্গে থাকবেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও।

 

নিউজটি শেয়ার করুন

দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরছেন ডা. জোবাইদা রহমান

আপডেট সময় ১০:১৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে তিনি মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনে যান ডা. জোবাইদা। চিকিৎসা ছুটিতে লন্ডনে গিয়ে দ্বিতীয় দফায় ছুটি নিলেও দেশে আর ফিরে আসেননি। পরে সরকারি চাকরিতে অনুপস্থিত থাকার কারণে তাকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি সম্পন্ন করেন।

২০০৮ সালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুদক তারেক রহমান, ডা. জোবাইদা এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে। এই মামলায় ২০২৩ সালে আদালত ডা. জোবাইদাকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের ফলে আদালতের দেওয়া ওই সাজা স্থগিত হয়।

ঢাকায় ফিরে ডা. জোবাইদা তার পৈতৃক বাসভবন ধানমন্ডির মাহবুব ভবনে উঠবেন। সেখানে তিনি অসুস্থ মায়ের সঙ্গেই থাকবেন। প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে জোবাইদা। তার চাচা ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী।

মাহবুব ভবন ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাড়িটির নিরাপত্তা ও সংস্কার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চারপাশে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও গার্ড রুম। পুলিশের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সও দায়িত্ব পালন করবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মান জানান, নিরাপত্তা ব্যবস্থায় কোনো প্রতিবেশীর অসুবিধা না হয় সে বিষয়ে দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শকের কাছে আর্চওয়ে স্ক্যানার বসানোর জন্য চিঠিও দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরা ডা. জোবাইদা ও তার পরিবারের এ প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে জোবাইদার সঙ্গে থাকবেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও।