হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন
শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে ভারত, সময়সীমার তথ্য অজানা
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বানের মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়ানোর খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম।
ভারতের হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান দীর্ঘায়িত করার জন্য সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার গুঞ্জন অস্বীকার করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো। কারণ, ভারতে শরণার্থী বা রাজনৈতিক আশ্রয়ের জন্য নির্দিষ্ট কোনো আইন নেই। ভিসার মেয়াদ কবে এবং কতদিনের জন্য বাড়ানো হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) এই প্রক্রিয়ায় জড়িত ছিল বলে জানানো হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন। ওই দিন তিনি দিল্লির হিন্দান বিমানঘাঁটিতে পৌঁছান এবং তার পর থেকে তাকে একটি নিরাপদ আবাসে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে বাইরের কারো যোগাযোগ নিয়ন্ত্রিত রাখা হয়েছে।
বাংলাদেশ সরকার গত ২৩ ডিসেম্বর ভারতের কাছে একটি নোট ভার্বাল পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানায়। তবে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই চিঠির উত্তর দেওয়ার কোনো পরিকল্পনা নেই। কারণ, বাংলাদেশ প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করেনি। ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ও তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি কূটনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে জানান সংশ্লিষ্টরা।