হাসনাতের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ, গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

- আপডেট সময় ০৯:৫৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 69
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দলটির নেতাকর্মীরা। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রোববার (৪ মে) রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত মিছিল শেষে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
এনসিপি ঢাকা মহানগর শাখার আয়োজনে এ বিক্ষোভে অংশগ্রহণ করেন দলের যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, লুৎফর রহমান, হুমায়রা নূর, জয়নাল আবেদীন শিশির, নিজাম উদ্দীন, আরমান হোসেন, ভীম্পাল্লী ডেভিড রাজুসহ শীর্ষস্থানীয় নেতারা।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে উত্তাল করে তোলে রাজপথ। তাদের কণ্ঠে ধ্বনিত হয় “হাসনাতের রক্ত বৃথা যেতে দেব না”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন”, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধ করো”, “সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন” ইত্যাদি।
বিক্ষোভ সমাবেশে মাহিন সরকার বলেন, “হাসনাত আব্দুল্লাহর ওপর বর্বরোচিত হামলা প্রমাণ করে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের গণ-আন্দোলনের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ। আহত অবস্থায়ও তিনি পুলিশের কোনো সহযোগিতা পাননি। আমাদের প্রশ্ন, কেন এত দেরিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাল?”
তিনি আরও বলেন, “যদি ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হয়, তবে এনসিপি কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবে। সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। এভাবে যদি শীর্ষ নেতার নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে জনগণ কোথায় যাবে?”
এনসিপি নেতারা অভিযোগ করেন, এ হামলার পেছনে রয়েছে ফ্যাসিবাদী আওয়ামী চক্র, যারা গণআন্দোলন দমন করতে চায়। তারা বলেন, “দেশবাসী আজ প্রমাণ পেয়েছে আওয়ামী লীগের হাতে কেউ নিরাপদ নয়। ফ্যাসিবাদ রুখতে দেশের জনগণ এনসিপির সঙ্গে থাকবে।”
এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা স্পষ্ট সন্ত্রাস। এটি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং জুলাই-আগস্টের আন্দোলনকারীদের জন্য বড় হুমকি।”
তিনি বলেন, “রাজনৈতিক প্রচারণার চেয়ে বেশি জরুরি এখন গণ-অভ্যুত্থানের চেতনায় দৃঢ় থাকা। ব্যক্তিগত উচ্চাভিলাষ নয়, বরং গণ-আন্দোলনের পথেই আমাদের এগিয়ে যেতে হবে।”